‘পাঠা💮ন’ ঝড়ে এখনও কাবু গোটা দেশ। মুক্তি পিছিয়েও খুব বেশি সুবিধা করতে পারিনি কার্তিক আরিয়ানের ‘শেহজাদা'। অন্যদিকে বাংলার বক্স অফিসে কেমন ফল সোহম-সায়নী, অনির্বাণ-ইশাদের? গত সপ্তাহে বিতর্কের মাঝে মুক্তি পেয়েছিল সোহম চক্রবর্তী ও সায়নী ঘোষের ছবি ‘লাল সুটকেসটা দেখেছেন?’ (LSD)। সেন্সরের কোপে পড়েছিল এই ছবি। সেন্সর সার্টিফিকেট দেরিতে এসে পৌঁছানোয় মাত্র ৩৮টি স্ক্রিনে জায়গা পেয়েছিল ছবি। নন্দন, স্টারে জায়গা হয়নি ছবির। এর মাঝেই সাত দিনে মাল্টিপ্লেক্স (পিভিআর, আইনক্স এবং সিনেপলিস) থেকে মাত্র ২ লক্ষ টাকা কালেকশন হয়েছে এই ছবির!🍰 এমনটাই জানানো হয়েছে ‘টলি বক্স অফিস’-এর তরফে। বলাই যায়, দ্বিতীয় সপ্তাহে এই ছবি হলে খুঁজে পাওয়া দুষ্কর হবে।
একই দিনে মুক্তি পেয়েছিল অনির🐎্বাণ ভট্টাচার্য, ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী অভিনীত ‘মিথ্যে প্রেমের গান’। নবাগতা পরিচালক পরমা নেওটিয়া𝓡র এই ছবিতে জটিল প্রেমের গল্প উঠে এসেছে। ত্রিকোণ প্রেমের এই কাহিনি গত সপ্তাহে সবচেয়ে বেশি দেখেছে বাঙালি দর্শক। সাত দিনে মাল্টিপ্লেক্সে এই ছবির আয় ১৮ লক্ষ, যদিও মোটেই তা আহামরি নয়। দিন প্রতি ২ লাখের বেশি আয় করেছে এই ছবি। মিউজিক্যাল এই ছবিতে উঠে আসা ‘টক্সিক’ প্রেম খুব বেশি আগ্রহ নিয়ে দেখেনি বাঙালি, তা কিন্তু স্পষ্ট।
আরও পড়ুন-‘তোকে পেতে চাই…’, অশ্লীল ছবি ༒ভাইরাল করার হুমকি, কাকার বিরুদ্ধে থানায় অভ🎃িনেত্রী
অন্যদিকে ৮ সপ্তাহ পরেও নিজের জায়গা ধরে রেখেছে ‘প্রজাপতি’। ৫০ দিনেই ১০ কোটির গণ্ডি ছাড়ানো দেবের ছবি এই সপ্তাহে মাল্টিপ্লেক্সে ১০ লক্ষ টাকা আয় করেছে। টলিউড বক্স অফিসের আসল ‘কিং’ যে দেব, তা ফের প্রমাণিত। মাল্টি🦩প্লেক্স থেকে সব মিলিয়ে মোট ৩.৯৭ কোটি টাকা আয় করেছে পরিচালক অভিজিৎ সেনের এই ছবি। চলতি মাসের শুরুতে মুক্তি পাওয়া অঞ্জন দত্তের ‘রিভলভার রহস্য’ ডাহা ফেল, অন্যদিকে প্রসেনজিৎ-শ্রাবন্𓄧তীর ‘কাবেরী অন্তর্ধান’-এর ব্যবসাও খুব একটা আশা জাগাচ্ছে না। চার সপ্তাহে মাল্টিপ্লেক্সে মাত্র ৩২ লক্ষ টাকা আয় করেছে পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায়ের এই ছবি।
আরও পড়ুন-শহরে অরিজিতের কনসার্ট, অ্যাকোয়াটিকার ♐বাইরে ဣগিজগিজে ভিড় ভক্তদের, ভরসা কেবল টোটো!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT A✃pp ডাউনলোড করার লিঙ্ক //htipad.on🌊elink.me/277p/p7me4aup)