কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় টলিপাড়া এখন উত্তাল। কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ এনেছেন ওই শিল্পী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টলিপাড়ায় থ্রেট কালচারের নানান অভিযোগ উঠছে। এবিষয়ে দু'দিন আগেই ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে 'থ্রেট কালচার' নিয়ে কড়া বার্তা দেয় ডিরেক্টরস গিল্ড। পাল্টা জবাব দিতে ছাড়েননি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। আবার আজ বুধবার ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লম্বা বিবৃতি জারি করেছে টেলি প্রযোজকদের সংগঠন WATP (The Welfare Association of Television Producersಞ)। আর এবার ফেডারেশনের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিল সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন ওরফে হেয়ার স্টাইলিস্ট গিল্ড (Cine & Video Hair Stylist Association)।
Federation of Cine Technicians and Workers of 𝕴Eastern India-র ফেসবুক পেজ থেকে পোস্ট করা সেই বিবৃতে মূলত ফেডারেশনের পাশে দাঁড়িয়ে মূলত নিন্দুকেদের জবাব দিয়েছে হেয়ার স্টাইলিস্ট গিল্ড। ঠিক কী লেখা হয়েছ তাদের বিবৃতিতে?
শুরুতেই ‘নমস্কার’ জানিয়ে সকলের উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘এ রাজ্যের সকল সিনেমা, টেলিভিশন, ওটিটি, শর্ট ফিল্ম ও বিজ্ঞাপন নির্মা😼তাদের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী ও শিল্পীবৃন্দ ও আমাদের আপামর ভালোবাসার দর্শকবৃন্দ ও সাধারণ মানুষকে কিছু তথ্য জানানো অত্যন্ত প্রয়োজনীয়। জল আমাদের মাথার উপর দিয়ে গড়িয়ে গিয়ে যখন প্রায় আমাদের মেরে ফেলেছিল সেই অবস্থায় আমরা সঙঘবদ্ধ হয়ে বাঁচার চেষ্টা করেছি। কিরকম আসুন একটু জানি।’
এরপর অভিযোগ করা হয়, ‘ফ𝔍েডারেশনের অন্তর্ভুক্ত ২🐷৬ টি গিল্ড এতদিন একসঙ্গে সঙঘবদ্ধভাবে কাজ করেছেন কিন্তু তার মধ্যে একটি গিল্ড সব সময় চেষ্টা করছে একপেশেভাবে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার।’