ভারতে আসছে কোল্ডপ্লে। আর সেটা নিয়েই ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা। হুড়মুড়িয়ে বিকোচ্ছে টিকিট। ২৫০০-৩০০০, ৩৫০০ এম🦩নকি ৩৫০০০ টাকার টিকিটের দাম বাড়তে বাড়তে এখন সেটা বিক্রি হচ্ছে ১-২ লাখ টাকায়। তবে সর্বোচ্চ কত টাকায় বিক্রি হচ্ছে জানেন? ১২ লাখ টাকা।
আরও পড়ুন: শৌচাগারের দেওয়ালের ফুটো দ♏িয়ে নায়িকার ভিডিয়ো বানানোর চেষ্টা! অভিযুক্😼তের সদস্যপদ কাড়ল ফেডারেশন
কোল্ডপ্লের টিকিটের দাম
ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে দীর্ঘ ৯ বছর পর ভারতে আসছে। আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। মুম্বইতে বসবে আসর। আর সেই উপলক্ষ্যে রবিবার ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয় টিকিট বুকিং। আর বুকিং শুরু হয়েছে কী হয়নি রীতিমত ক্র্যাশ করে গেছে সাইট। আর এসবের মাঝেই শোয়ের ট▨িকিটের দাম বাড়তে বাড়তে ১২ লাখে পৌঁছে গিয়েছে। হ্যা5, একেবারেই ঠিক পড়লেন।
আরও পড়ুন: হেয়ার স্টাইলিস্টকে আত্মহ🦩ত্যায় প্ররোচনার অভিযোগ! গিল্🍨ডের ১১ সদস্যের নামে দায়ের হল FIR
ভায়াগোগো ওয়েবসাইটের মাধ্যমে টিকিট রিসেল হচ্ছে। ১২ হাজার ৫০০ টাকার টিকিট সেখানেই🦩 ১২ লাখ টাকায় বিক্রি হয়েছে। প্রসঙ্গত কোল্ডপ্লের টিকিট বুকমাইশোতে ১২,৫০০ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু এত দামে রিসেল সাইটে বিক্রি হওয়ার পরও আর হꦰাতে গোনা টিকিট পড়ে আছে। তবে কেউ যদি ১২ লাখ টাকা না খরচ করতে চান, কম দাম মানে ১ লাখ, ৩ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কোল্ডপ্লে ১৮ এবং ১৯ জানুয়ারি ২০২৫ এ মুম্বইতে পারফর্ম করবে বলে প্রথমে ঠিক ছিল। কিন্তু মানুষের থেকে এমন অভূতপূর্ব সাড়া পে🌺য়ে ২১ জানুয়ারি আরও একটি 🦂শোয়ের দিন ঘোষণা করা হয়েছে। রবিবার থেকে এই শোয়ের দিনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে।