অভিনেত্রী সানিয়া মালহোত্রা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্ট্রাগলিং-এর দিনের বিস্ফোরক সত্যি সামনে এনেছেন। অভিনেত্রী বলেন, তিনি বারবরই মনেপ্রাণে বিশ্বাস করতেন তিনি একজন অভিনেত্রী বা নৃত্যশিল্পী হতে চান। যদিও 🎃তাঁর মা তাঁকে নিয়ে গিয়েছিল ‘পণ্ডিত’-এর কাছে, যে হাত দেখে বলেছিল, সানিয়া ব্যাঙ্কে চাকরির জন্য পারফেক্ট।
ইন্টারনেট সেলিব্রিটি উরফি জাভেদের সঙ্গে পডকাস্টে সানিয়াকে বলতে শোনা যায়, ཧকীভাবে মুম্বই এসে অভিনয়ের দুনিয়ায় কাজ খুঁজতে শুরু করেন। নিজেকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, অডিশন দেওয়ার সময় কোনওধরনের মেকআপও করতেন না।
আরও পড়ুন: এমনিতেইꦑ বচ্চন পরিবারে এত গোলমাল! কানে য🌠াওয়ার আগে বড় ক্ষতি হয়ে হল ঐশ্বর্যর
এরপর সানিয়াকে উরফি প্রশ্ন𝔉 করেন, এত বছরে কোনও খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কি না! তাতে জবাব আসে, ‘ শুরুতে চোয়া🐠লের পুনর্গঠন করার কথা বলেছিল, আমার এখনও মনে আছে। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’
আরও পড়ুন: ‘মা গিয়েছিল বাবার দ্বিতীয় বিয়েতে…’! পূজা বেদী কন𓆉্যা আলিয়া এফের বিস্ফোরক𒉰 স্বীকারোক্তি
‘তারা এখন আর কিছু বলে না। কিন্তু আমি জানি আমি নিখুঁত। আমি নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী, তা বলে বোঝাতে পারব না। হ্যাঁ, অবশ্যই এটা ওঠানামা 💫করে। বিশেষ করে পিরিয়ডসের সময়। আমার এন্ডোমেট্রিওসিস আছে, আমার ডিম্বাশয়ে একটা সিস্ট আছে… কিন্তু আমি নিজেকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলাম যে, যখন আমি মুম্বইতে আসি, চুল-মেকআপ ছাড়াই অডিশন দিতে যেতাম। আমি নিশ্চিত ছিলাম যে আমি নির্বাচিত হবই। স্কুলে আমার একটা গোঁফও ছিল। একটা ছেলে এটার জন্য আমাকে একবার ঠাট্টা করেছিল। আমিও ছেড়ে কথা বলিনি।ꦦ পালটা জবাব দিয়ে বলেছিলাম, ‘তোমার তো সেটাও নেই’। ওই বয়সেও আমি নিশ্চিত ছিলাম যে, অভিনেত্রী হবই।’, বলেন সানিয়া।
আরও পড়ুন: বি♑বাহিত নায়কের ২য় স্ত্রী হতে হন মুসলিম, বরের সঙ্গে থাকেন না আর, বলুন তো কে এই বলি নায়িকা?
কীভাবে মা-বাবাকে পাশে পেয়েছেন কেরিয়ারে, সেই প্রশ্নে সানিয়ার থেকে জবাব আসে, ‘ওরা দুজনেই বেশ উৎসাহী ছিল… আমার মায়ের শুধু একটা শর্ত ছিল, আগে লেখাপড়া শেষ করতে হবে। তিনি চেয়েছিলেন আমি আমার স্নাতকোত্তরের পড়াশোনা আগে শেষ করি। আমার বাবা সবচেয়ে বেশি উৎসাহী ছিল এই নিয়ে। আমার মা আমাকে অন্তত ৩জন পণ্ডিতজির কাছে নিয়ে গিয়েছিলেন। তাঁরা সবাই আমার মা-কে বলেছিল যে, অভিনয় আমার জন্য সঠিক নয়। আম✱ি অর্থনীতি নিয়ে পড়ব এবং ব্যাঙ্কে কাজ করব। তবে এসব নিয়ে আমার মত ছিল, ‘তা কখনোই সম্ভব নয়’।’