সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেবের নামও জড়ানো হয়েছিল। ཧএকটি ভাইরাল অডিয়োর ভিত্তিতে ঘাটালের হ্যাটট্রিক করা সাংসদের নামে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চাওয়া হয়েছিল সিবিআই তদন্ত। সেই অডিয়োর উপর ভিত্তি করে দাবি করা হয় দেবও নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছ൩িলেন। এ হেন অভিযোগ পাওয়ার পর হাইকোর্টের তরফে সিবিআইয়ের মতামত জানতে চাওয়া হয়। এরপর সেই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় এই অভিযোগ ভিত্তিহীন। এর কোনও সারবত্তা নেই। তাই দেবের বিরুদ্ধে আনা এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে কোর্টের তরফে।
আরও পড়ুন: বিবাহিত জেনেও হীরের🗹 আংটি দিয়ে সৌরভকে প্রোপোজ ভক্তের! 'দাদা'𒀰র জন্মদিনে অজানা কথা ফাঁস করলেন অভিজিৎ
দেবের কেস নিয়ে কী জানা যাচ্ছে?
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ সিবিআইয🧜়ের কথায় দেবকে ক্লিনচিট দিয়েছে অডিয♑়োকাণ্ডে।
প্রসঙ্গত লোকসভা ভ𝔉োট চলাকালীন দেবের ﷽এক প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। তাতে জড়ায় দেবের নামও। হাইকোর্টে এই নিয়ে মামলা করা হয়। তবে পরবর্তীতে যিনি অভিযোগ জানিয়েছিলেন সেই ব্যক্তি এই কেস তুলে নেন। জানিয়ে দেন তিনি তাঁর টাকা পেয়ে গিয়েছেন।
আরও পড়ুন: 'গুগল দাদু'র কাছে যিনিই 𒈔শিলাজিৎ তিনিই লকেট! অযোগ্যর কাস্টের ছবি দেখে চমকে উঠ🔥ল নেটপাড়া
বাপ্পাদিত্য নামক এক ব্যক্তি এই অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ প🍬াওয়ার পর সিবিআইয়ের কী মতামত এই কেস নিয়ে সেটা জানতে চায় কলকাতা হাইকোর্ট। তখনই সিবিআইয়ের তরফে﷽ আইনজীবী অমাজিৎ দে হাইকোর্টকে একটি রিপোর্ট দিয়ে জানান দেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটা ভিত্তিহীন। প্রসঙ্গত এর আগে হাইকোর্ট এই বিষয়ে সিবিআইয়ের থেকে একটি রিপোর্ট চেয়েছিল। সেটার উত্তরে এই রিপোর্ট জমা দেন সিবিআইয়ের আইনজীবী।
আরও পড়ুন: ট্রলি হয়𒊎ে গেল রথ! বিদেশে অদ্ভুত কায়দায় জগন্নাথ দেবের পুজো ইমনের, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: ছোট্ট বোনু ইয়ালিনিকে গল্প পড়ে🐎 শোনাচ্ছে দাদা ইউভান! দুই সন্তানের কাণ্ড দেখে কী লিখলে🌱ন শুভশ্রী?
কী নিয়ে ঝামেলা?
সেই সময় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেছিলেন। সেখানেই হিরণ দাবি করেন এই ক্লিপের একটি মানু♎ষের গলা দেবের। দেব এবং তাঁর এক প্রতিনিধি চাকরি দেওয়ার নাম করে ট☂াকা তুলতেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা। যদিও দেব জানিয়েছিলেন তিনি এমন কোনও কাজ করেননি। সবটাই বিজেপির সাজানো অভিযোগ।