গত কয়েক মাস ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে দিলজিৎ দোসাঞ্জের ভারতীয় ট্যুর। ছবির টিকিট বিক্রি নিয়ে কালোবাজারির তদন্তে নামতে হয়েছে ইডি-কে। শনিবার দিল্লিতে দিল-লুমিনাতি ট্যুর শুরু করলেন দিল🍃জিৎ দোসাঞ্জ। আর এই কনসার্টের জেরেই শনিবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য কার্যত থমকে গেল দিল্লির ট্রাফিক।
জওহরলাল নেহরু (জেএলএন) স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল মেগা কনসার্টের। লোধি রোড-সহ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যান চলাচল ক🌞ার্যত থমকে যায়। কারণ হাজার হাজার মানুষ এদিন দিলজিৎ-এর গান শুনতে পৌঁছেছ♈িলেন। চর্চা এই কনসার্টের জন্য নাকি ৪ কোটি টাকা পকেটে পুরছেন পঞ্জাবি গায়ক অভিনেতা।
এই কনসার্ট দেখতে কারুর পকেট থেকে গেছে ১৩ হাজার কেউ আবার ৬০ হাজার টা🦩কা দিয়ে ভিআইপি লাউঞ্জ এলাকার টিকিট কেটেছিলেন। তা সত্ত্বেও সময়ে শুরু হয়নি কনসার্ট। যার জেরে ক্ষুব্ধ হয়ে উঠে ফ্যানেরা।
তবে মঞ্🍷চে এসে গায়ক ড্যামেজ কন্ট্রোল করেন। প্রথম গানের পরে ভারতীয় পতাকা নেড়ে দিল্লির ‘দিল’ জিতলেন দিলজিৎ।
ভারতের পতাকা হাতে দিলজিৎ
শনিবার সন্ধ্যায় কালো রঙের পোশাক পরে দিল্লিকে মুগ্ধ করলেন দিল্লিতে। গায়ক তার প্রথম গানটꦉি শেষ করেই তেরঙ্গা নিয়ে মঞ্চে হাজির হন। এরপর জাতীয় পতাকার দিকে তাকিয়ে স্যালুট জানান। করতালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। যেন গোটা পাঞ্জাব এদিন হাজির ছিল জহরলাল নেহেরু স্টেডিয়ামে।
দ🅠িলজিৎ এরপর বললেন, ‘ইয়ে মেরা দেশ, মেরা ঘর হ💎্যায় (এটা আমার দেশ, এটা আমার বাড়ি)!’ এরপর এত বছর ধরে তার সংগীতকে সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ জানান গায়ক।
দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট সম্পর্কে
সময়মতো শো শুরু না হওয়ায় ভক্তরা অস্থির হয়ে পড়েছিলেন। ভেন্যুর ভেতরের আর্দ্র পরিবেশের কারণেও 🎶অনেক সমর্থক হতাশ ছিলেন এইদিন। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে রাত আটটার দিকে আলো নিভে যায় এবং দিলজিৎ-এর উপস্থিতি ভক্তদের স্বসꦉ্তি দেয়।
দিলজিৎ দীর্ঘদিন ধরেই ইউরোপꦬ এবং উত্তর আমেরিকায় পারফর্ম করছিলেন, অবশেষে ভারতে ꦇদিল-লুমিনাতি ম্যাজিক নিয়ে হাজির তিনি। দিল্লিতে দ্বিতীয় শো হবে ২৭ অক্টোবর। এরপর হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে যাবে এই সফর।
শুক্রবার সন্ধ্যায🍃় দিলজিৎ-এর কনসার্টে প্রায় ৩৫ হাজার দর্শক উপস্থিত ছিল বলে খবর দিল্লি পুলিশ সূত্রে। আইনশৃঙ্খলা রক্ষায় তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।