অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি CID-খ্যত অভিনেতা দীনেশ ফাডনিশ। শনিবার রাতে খবর পাওয়া গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে তিনি। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। দীনেশের সহ-অভিনেতা দয়ানন্দ শেট্টি অ♛ভিনেতার স্বাস্থ্য সম্পর্কে নতুন আপডেট দিয়েছেন এমনকি হৃদর🅠োগে আক্রান্ত হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন।
হার্ট অ্যাটাক হয়নি দীনেশের
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দীনেশ ফাডনিস হাসপাতালে ভর্তি এবং ভেন্টিলেটরে আছেন। চিকিৎসক ওকে পর্যবেক্ষণে রেখেছেন। ওর হার্ট অ্যাটাক হয়নি, অন্য কিছুর জন্য ওর চিকিৎসা চলছে। আমি এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না’। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা দীনেশ ফাডনিশকে। আরও পড়ুন: প্রয়াত শিল্পী ডারলং, ▨আর কেউ রইলেন না, থামল আদিবাসীদের বিরল বাদ্যযন্ত্রের স𒊎ুর
এই শো দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন দীনেশ
প্রসঙ্ꦉগত, দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত CID-তে ফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি টেলি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ৯০এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলির মধ্যে একটি ছিল CID। সিআইডি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটা টেඣলিভিশনের প্রথম অপরাধ ভিত্তিক শোগুলির মধ্যে একটা।