অসুস্থ ছিলেন বহুদিন ধরেই গত মার্চেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। এখন জানা যাচ্ছে, ফের গুরুতর অসুস⛦্থ এই বর্ষীয়ান পরিচালক। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
বুধবার রাতেই জটিল অপারেশন হয়েছে প্রভাত রায়ের। তবে এখন তিনি অনেকেটাই ভালো আছেন। তবে তাঁর বিপদ এখনও কাটেনি ব꧟লেই জানাচ্ছেন চিকিৎসকরা। ডাক্তররা জানাচ্ছেন, পরিচালকের পামক্যাথে সংক্রমণের কারণেই অস্ত্রোপচার হয়েছে। সংক্রমণ কমানোই ছিল লক্ষ্য।
বহুদিন ধরেই কিডনির জটিল ꦗসমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর ডায়ালিসিসও চলছিল। সেকারণেই এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক। আবারও তাঁর শারীরিক অবস😼্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মেয়ে একতা ভট্টাচার্য।
পরিচালক কন্যা একতা ভট্টাচার্য তাঁর বাবার অসুস্থতা নিয়ে আনন্দবাজারকে জানান, তাঁকে ২ দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। তাঁর স্বামী কর্মসূত্রে দক্ষিণের সেই শহরেই থ🅺াকেন। একতার কথ𒅌ায়, 'বাবিই (প্রভাত রায়) আমায় জোর করে হায়দরাবাদে পাঠান'।
আরও পড়ুন-বৃন্দাবন থেকে ফিরেই অনুষ্কার ಌবাড়িতে বিরাট, দিদা ভাইকে আদর করতেই কী করল ছোট্ট ভামিকা?
আরও পড়ুন-ಞতাঁর এক হাসিতেই কুপোকাত, দক্ষ অভিনেত্রী! কিন্♑তু পড়াশোনা কতদূর করেছেন মাধুরী দীক্ষিত?
শহরের বাইরে গেলেও ফোনে প্রভাত রায়ের সঙ্গে নিয়🌊মিত যোগযোগ রাখছিলেন একতা। মঙ্গলবার রাতে ভিডিয়ো কলে কথা ব𒐪লার সময়ই তিনি খেয়াল করেন পরিচালকেরচোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি সুবিধের মনে না হওয়ায় প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করে বাবাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন একতা। পরে তিনিও কলকাতায় ফিরে আসেন।
প্রসঙ্গত, গত মার্চেই নিজের ৮১ বছরের জন্মদিন পালন করে🍰ছেন প্রভাত রায়। তখনই জানা গিয়েছিল, রবি ঠাকুরের 'বলাই'-এর হাত 🍨ধরেই ফের একবার ছবি পরিচালনায় ফিরছেন তিনি। ‘বলাই’ অবলম্বনে চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষ, শুধু শ্যুটিং শুরুর অপেক্ষা ছিল। নিজের প্রযোজনা সংস্থা ‘প্রভাত প্রোডাকশনস’-এর হাত ধরেই তিনি এই ছবিটি দর্শক দরবারে আনতে চলেছেন বলে জানা গিয়েছিল।