টলিপাড়ায় অচলাবস্থা। সোমবারের পর মঙ্গলবারও স্তব্ধ টলিপাড়ার শ্যুটিং বন্ধ। এখনও পর্যন্ত পরিচালকদের সঙ্গে ফেডারেশনের ঝামেলার কো𒁃নও সমধান সূত্র মেলেনি। সোমবার রাতের শেষ বৈঠকে ডিরেক্টরস গিল্ড জানায়, ‘তাঁরা কাজ বন্ধের পক্ষে নন, তাঁরা কাজ বন্ধও করেননি। তবে চাপ দিয়ে কাজ বন্ধ করানো হয়েছে।’ অন্যদিকে পরিচালকদের বৈঠকের আগে বিকেলে ফেডারেশনের বৈঠকের পর স্বরূপ বিশ্বাসের অভিযোগ ছিল, ‘ষড়যন্ত্র করে কিছু পরিচালক শ্যুটিং বন্ধ করে দিয়েছেন, টেকনিশিয়ানরা শ্যুটিং বন্ধ করেননি।’
আর পরিচালক-ফেডারেশের এই দ্বন্দ্বের মাঝে পড়ে এখনও পর্যন্ত টলিপাড়ায় কাজ শুরু হয়নি। তবে মতবিরোধ থাকলেও দু-পক্ষই চায় শ্য়ুটিং শুরু হোক। এদিকে সমাধানসূত্র না বের হওয়ায় শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়লেন পরিচালকরা। অচলাবস্থা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার দুপুরেই নবান্নের উদ্দেশ্যে রওনা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষরা। প্রসঙ্গত, সোমবারের বৈঠকে পরিচালক-ফেꦫডারেশন দ্বন্দ্বে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চেয়েছিলেন ডিরেক্টরস গিল্ড। এখন প্রশ্ন সেই কারণেই কি তবে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী?
আরও🥃 পডꦉ়ুন-রাহুলকে মানতে নারাজ, ‘শ্যুটিং কিছু পরিচালকই বন্ধ করেছেন, কলাকুশলীরা নয়’, বলছে ফেডারেশন
আরও পড়ু𒈔ন-কাটল না জট, মঙ্গলেও বন্ধ শ্যুটি﷽ং, সমস্যার সমাধানে নিরপেক্ষ তৃতীয় ব্যক্তিকে চান পরিচালকরা