চলতি বছরের অস্কার বিজয়ী পরিচালক ক্লোয়ে ঝাওয়ের আসন্ন ছবি মার্ভেলস-এর 'এটার্নালস'-এ ছোট হলেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হরিশ প্যাটেলকে। বহুদিন হিন্দি ছবির পর্দায় দেখা যায়নি এই বর্ষীয়ান অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিল💃্মি কেরিয়ার থেকে শুরু করে 'এটার্নালস' ছবির প্রসঙ্গ উঠে এল তাঁর কথায়। জানালেন থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে ভারতীয় ছবির ইতিহাসে একাধিক কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। সেই প্রসঙ্গে আট ও নয়ের দশকের এই প্রখ্যাত বলিউডের চরিত্রাভিনেতা জানালেন পুরোনো আমলের সেইসব নামি অভিনেতা,তারকাদের তুলনায় বলিউডের নয়া প্রজন্মের অভিনেতারা অত্যন্ত '🅺অভদ্র'.
স্মৃতির পুকুরে ডুব দিয়ে পুরোনো কথার সিন্দুক নাড়াচাড়া চলাকালীন চোখ ভিজে এল এই অভিনেতার। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে হরিশ জানালেন 'এটার্নালস' এর ট্রেলারে মাত্র দু'সেকেন্ডের জন্য তাঁকে দেখানো হলেও ওরই মধ্যে যে দর্শকের দল তাঁকে চিনতে পেরেছেন তাতে যারপরনাই তিনি অবাক হয়েছেন। কারণ ২০০৪ সাল থেকে হিন্দি ছবিতে কোনও কাজই করেননি তিনি♔। হরিশ জানাღন যে এমন নয় যে তাঁর কাছে হিন্দি ছবিতে কাজ করার প্রস্তাব আসা বন্ধ হয়ে গেছিল। বরং সেই সময়ে দু'মাস অন্তর অন্তর বিদেশে যেতে হতো তাঁকে কাজের সুবাদে। সুতরাং সময়ের ওভাবেই হিন্দি ছবির সেইসব প্রস্তাবে রাজি হতে পারেননি তিনি।
পুরোনো কথা তুলে হরিশ আরও জানান যে শ্যাম বেনেগল, গোবিন্দ নিহলানি,গিরীশ কার্নাড-এর মতো কিংবদন্তি সব ব্যক্তিত্বদের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এমনকি শশী কাপুর তাঁর অভভিনয় দেখে মুগ্ধ হয়ে তাঁকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। রীতিমতো হাত জোড়ꦜ করে, দাবি হরিশের।
সামান্য থ❀েমে হরিশ বললেন,' এমন সব𒈔 কিংবদন্তি ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করে আসার পর কী করে আজকালকার দিনের এই অভদ্র ও আতিপাতি মানুষগুলোর সঙ্গে কাজ করা যায়! তার মানে এই নয় যে বলিউডের নয়া প্রজন্মের সবাই এরকম। তবে যদি ছবির পরিচালক,প্রযোজকের যদি আমার সঙ্গে সামান্য কথা বলার সময়টুকু না থাকে তাহলে কীভাবে তাঁদের ছবিতে আমি প্রস্তাব পেলেও কাজ করতে আগ্রহী হবো!' বক্তব্য শেষে হরিশের সংযোজন তিনি 'এইসব' মানুষদের বিন্দুমাত্র পাত্তা দেন না এবং ভাগ্যে যা আছে তাই হবে বলেই তিনি বিশ্বাস করেন।