🔴'ছাবা' এমন একটি সিনেমা যা কেবল বলিউডেই নয়, সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় নজর কাড়তে দেখা গিয়েছে ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দন্নাকে। ছবিটি বক্স অফিসে খুব ভালো ব্যবসা করছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও ছবিটির দারুণ প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘এটি সাহসে ভরা এক অসাধারণ গল্প।’
আকাশ চোপড়া 'ছাবা' সিনেমাটি সম্পর্কে কী বলেছিলেন?
🌄তিনি 'ছাবা' সিনেমাটির দারুণ প্রশংসা করেছেন। বর্তমানে বক্স অফিসে জমজমাট ব্যবসা করছে এই ছবিটি। এই ছবিটি মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মজারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ছবিতে ছত্রপতি সম্ভাজির চরিত্রেই দেখা গিয়েছে ভিকি কৌশলকে। ছবি প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, ‘আমি ‘ছাবা’ সিনেমাটি দেখেছি। এটি সাহসের সঙ্গে নিঃস্বার্থ ভাবে কর্তব্যের প্রতি কীভাবে অঙ্গীকারবদ্ধ থাকা যায় সেই চমৎকার গল্পকেই তুলে ধরেছে।’
🦂তিনি আরও বলেন, ‘তবে এখানেই আসল প্রশ্ন... আমাদের স্কুলের বইতে ছত্রপতি সম্ভাজি মহারাজের নাম কেন নেই? কোথাও তাঁর কোনও নাম নেই। আমরা পড়েছি যে আকবর একজন মহান সম্রাট ছিলেন। দিল্লির একটি রাস্তার নামকরণও করা হয়েছিল ঔরঙ্গজেবের নামে। কিন্তু সেখানে আমাদের দেশের এমন এক বীরের নাম কেন নেই? কেন এবং কীভাবে এটি ঘটেছিল?’ তবে কেবল তিনি নন, আকাশ চোপড়া ছাড়াও বহু তারকা এই ছবিটির বিরাট প্রশংসা করছেন।
আরও পড়ুন: 𒅌ডিভোর্স হতে না হতেই ওমের প্রেমে পড়লেন প্রিয়াঙ্কা! পাহাড়ে একান্তে জমল প্রেম
ಞছবিটি প্রথম দিন থেকেই বিরাট প্রশংসা পাচ্ছে। সিনেমাটিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় নজরকাড়া অভিনয় করেছেন অক্ষয় খান্না। এই ছিবিটি যে ভিকি কৌশলের ক্যারিয়ারের একটি অন্যতম বড় হিট তা বলাই যায়। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে রশ্মিকা মন্দন্না ছত্রপতি সম্ভাজি মজারাজের স্ত্রী ইয়েসুবাই ভোঁসলে চরিত্রে নজর কেড়েছেন।
আরও পড়ুন: 💃'মানুষের মন জয় করার মতো শো…', ওগো বধূ সুন্দরী-র পর আর কি ফিরবেন ছোট পর্দায়, জবাব ঋতাভরীর
💯শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ‘ছাবা’ ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ছবিটি ৭ দিনে বিশ্বজুড়ে আয় করেছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকার বেশি। ২০২৫ সালের এটাই প্রথম হিন্দি ছবি যে এই গণ্ডি টপকে রেকর্ড গড়ল।