অবশেষে প্রক্রিয়াকরণের বাধা পার করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। প্রযোজনা সংস্থার তরফে Hindustan Times Bangla-কে জানানো হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের এই ব্লকবা♏স্টার ছবি 'বহুরূপী'। পরিবর্তে আন্তর্জাতিক ‘সাফটা’ (South Asian Free Trade Area) চুক্তি অনুযায়ী🅺 এদেশে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি 'দামাল'।
এ💯বিষয়ে পরিচালক-প্রযোজক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় Hindustan Times Bangla-কে জানান, ‘সাফটা চুক্তি অনুযায়ী ভারতের যে দুটি ছবি বাংলাদেশে দেখানোর কথা, তার মধ্যে একটা পুষ্পা-২ আরেকটি বহুরূপী। এটা বাংলার জন্য গর্বের। আর বহুরূপীর সঙ্গে আদান-প্রদানে ওপার বাংলার যে ছবিটি এদেশে দেখানো হবে, সেটা হল দামাল। এটা রায়হান রাফীর ছবি, যিনি কিনা ‘তুফান’-এর মতো ছবির পরিচালক। ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সাগরভাই ও চ্যানেল আই-এর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের ছবির সাফল্যের প্রথম স্মারক সাগর ভাই-ই আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমরা খুবই উদগ্রীব হয়ে আছি যে বহুরূপী কবে ওপার বাংলায় দেখানো হবে। ওপারের বহু মানুষও এই ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।’
আরꦦও পড়ুন-বাংলাদেশে আটকে রয়েছে 'বহুরূপী' ও 'পুষ্পা-২'র মুক্তি, কিন্তু কেন?