রামপ্রসাদ সিরিয়াল শেষ হচ্ছে, সেই খবর হিন্দুস্তান টাইমস বাংলাই প্রথম জানিয়েছিল পাঠকদের। চলতি সপ্তাহ থেকেই রামপ্রসাদের বদলে শুরু হয়েছে অপর ভক্তিমূলক ধারাবাহিক ‘ভক্তির সাগর’। গদাধরের জীবনকাহিনি উঠে আসবে এই মেগায়। সাধক রামপ্রসাদের গল্প শেষ হওয়ার পর একই স্লটে শুরু হয়েছে এই মেগা। প্রযোজনায় সেই সুরিন্দর ফিল্মস। আরও পড়ুন-বন্ধ রামপ্রা𒁏সাদ! গদাধরের লীলা ‘ভক্তির সাগর’-এ, প্রকাশ্যে স্টার জলসার নতুন মেগার প্রোমো
গত সপ্তাহে ‘ভক্তির সাগর’-এর প্রোমোয় মা কালী রূপে দেখা মিলেছিল পায়েল দে-র। যা দেখে উচ্ছ্বসিত হয়েছিল অভিনেত্রীর ভক্তরা। সব্যসাচী-সহ সিরিয়ালের বাকি কাস্ট বদলে গেলেও মা কালী রূপে পায়েল থাকছেন, এই ভেবেই খুশি হয়েছিল রামপ্রসাদ ভক্তরা। কিন্তু সিরিয়াল শুরু হতেই বদলে গেল সবটা। গদাধরের মা-এর চরিত্রে রত্নপ্রিয়া স🔯রে দাঁড়ানোর পাশাপাশি মুখ বদল হয় পায়েল দে-র।
ভক্তির সাগরে মা কালী-র ভূমিকায় এই মূহূর্তে দেখা যাচ্ছে রায়তি ভট্টাচার্যকে। কিন্তু সেই নিয়ে ক্ষোভে ফুঁসছেন নেটপাড়ার একাংশ। তাঁদের দাবি, ‘পায়েল দে-কে ফিরেয়ে আনুন’। কি🏅ন্তু চ্যানেল বা প্রযোজনা সংস্থা নয়, মা কালীর চরিত্র থেকে সরেছেন পায়েল নিজেই। কিন্তু কেন? এই নিয়ে আসল সত্যিটা জানতে হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল পায়েল দে-র সঙ্গে। অভিনেত্রী জানান, ‘আমার চ্যানেলের সঙ্গে এক বছরের চুক্তি ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে। আসলে ভক্তির সাগরে আমার মুখটা কোনও টেকনিক্যাল গ্লিচের কারণে চলে এসেছিল, ইচ্🌺ছাকৃত কিছু করা হয়নি। সেটা চ্যানেল ভালো বলতে পারবে। আমি এই চরিত্রটা আর করতে চাইনি’।
তবে ভক্তির সাগর টিমকে শুভেচ্ছা জানাতে ভুললেন না পায়েল। তিনি বলেন, ‘প্রোজেক্টটা খুব ইন্টারেস্টিং,♏ রামকৃষ্ণদেব তো আমাদের বাঙালিদের জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। দর্শক আমাকে বা রামপ্রসাদকে যেমন সাপোর্ট করেছেন, চাইব নতুনদেরও তেমনভাবেই সাপোর্ট করুক, ভালোবাসা দিক। ভক্তির সাগর দেখুন ꧅নিয়মিত’।
ছোটপর্দায় কবে ফিরবেন পায়েল? ‘এটা তো আমি বলতে পারব না, গোটাটাই প্রোজেক্টের উপর নির্ভরশীল। যদি ভালো অফার আসে নিশ্চয় করব, সেটা টেলিভিশন হোক বা ওটিট🧜ি হোক কিংবা সিনেমা। আমি কাজের ব্যাপা𝄹রে একটু সিলেক্টিভ, একটু ভেবেচিন্তে কাজ করব’।
ভক্তির সাগর-এ গদাধরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাচ্ছে ঋজু বিশ্বাসকে🔯। গদাধরের মা চন্দ্রমণি দেবীর ভূমিকায় মহুয়া হালদার (রত্নপ্রিয়ার ꦿপরিবর্তে) অভিনয় করছেন। কাকে দেখা যাবে গদাধরের ভূমিকায় তা এখনও চূড়ান্ত নয়। তবে গদাধরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছে সামন্ত্যক দ্যুতি মৈত্র। এই মেগার সঙ্গেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরল এই খুদে।