বসন্ত এসে গেছে শহরের সব অলি-গলিতে, কারণ ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ। শুরু হয়েছে ভালোবাসার মরসুম। কিন্তু বিশেষ এই সপ্তাহে কেমন করে কাটাবেন বলে ভাবছেন অভিনেত্রী দেবলীনা দত্ত? যদিও বহু দিন ধরেই তাঁর স্টেটাস সিঙ্গল, তবে তার মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে তিনি এবং সৌম্য বন্দ্যোপাধ্যায় নাকি প্রেম করছেন? এই প্রসঙ্গে এবার হিন্💖দুস্থান টাইমস বাংলার কাছে মুখ খুললেন দেবলীন🧜া ও সৌম্য।
শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন’স উইক। বহু প্রেমিক যুগল চুটিয়ে এই দিনগুলি উপভোগ করছেন। আর টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দেবলীনাও নাকি প্রেমে পড়েছেন! এটা কি সত্যি? এই প্রশ্নে একরাশ হেসে নায়িকা বলেন, ‘প্রতি মুহূর্তে আমার জীবনে প্রেম থাকꦇে। আমি প্রতি মুহূর্তে প্রেমে পড়ি। কখনও গাছে🐟র প্রেমে পড়ি, কখনও আকাশের, কখনও কোনও পাখির প্রেমে পড়ি, আবার কখনও কোনও বন্ধু বা বান্ধবীর প্রেমে পড়ি। রোজ নতুন ভাবে একবার করে মায়ের প্রেমে পড়ি। আমার জীবনটা প্রেমময়।’
আরও পড়ুন: রাজেশ খান্নার ন🥀াতনি নওমিকার ব🎃লিউড অভিষেক! বিপরীতে থাকবেন বিগ বির নাতি অগস্ত্য?
তবে তাঁকে নিয়ে গুঞ্জনের শেষ নেই, এই প্রসঙ্গে নায়িকার মত, ‘গুঞ্জন যা শোনা যায় সেগুলো আমি ভীষণ উপভোগ করি। ওই গুঞ্জনগুলো আমার জীবনকে নানা রকম ভাবে রঙিন করে দেয়, আমি নানা রকমের 🐈খবর পাই, বেশ মজাই লাগে।’ তবে বর্তমানে তাঁকে শোনা একটা খবর ভীষণ ভাবে হাওয়ায় ভাসছে, তিনি আর সৌম্য বন্দ্যোপাধ্যায় নাকি একে অপরের প্রেমে পড়েছেন। শুধু তাই নয় ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে তাঁর ‘তোর নামে নীল খামে’ নামে নতুন মিউজিক ভিডিয়ো লঞ্চের অ🐭নুষ্ঠানেও হাজির ছিলেন সৌম। সবটা নিয়ে অকপট দেবলীনা বললেন, ‘আমি শুনি নানা রকম। এর মধ্যেই শুনেছিলাম আমি আর সৌম নাকি আগে বিয়ে করে ফেলেছি, তারপর আবার লিভ ইনও করছি। মানুষ লিভ ইন করে তারপর বিয়ে করেন কিন্তু বিয়ে করার পর কীভাবে লিভ ইন করা যায়, সেটা জানি না। আমরা এই ব্যাপারে ট্রেন্ড সেটার। এটা শুনে আমরা খুব মজা পেয়েছিলাম।’ কিন্তু তাঁদের সম্পর্কের সমীকরণটা তাহলে আসলে কী রকম? এই প্রশ্নে নায়িকা জানান, ‘আমরা একে অপরের খুব ভালো বন্ধু। আমারদের বন্ধুত্বে কোনও জেন্ডার নেই।’ অন্যদিকে, দেবলীনার সঙ্গে সৌম্যর সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে সৌম্য বলেন, ‘গুঞ্জন এবং গুজব দুটোতে বেশি কান দিতে নেই।’

আরও পড়ুন: শ্রেয়া ঘোষাল থেকে সোনু নিগম, কৈলাশ খেরদের ভক্তিগীতির অনুপ্রেরণা কী? দেখে🌌 নিন
প্রসঙ্গত, ২০১২ সালে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা। 🦄এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। একসঙ্গে বেশ কয়েকটি পোষ্য নিয়ে ছিল তথাগত-দেবলীনার সুখের সংসার। তবে ২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এই বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে আসে বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কথা। যদিও এখনও তথাগতর সঙ🎐্গে আইনি ভাবে বিচ্ছেদ হয়নি নায়িকার। অন্যদিকে, অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে একসময় সংসার পেতেছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে তাঁরাও বিচ্ছেদের পথে হাঁটেন।