বিপি সিংয়ের জায়গায় পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে এলেন বিশ্ববন্দিত চলচ্চিত্রকার শেখর কাপুর। বুধবার সন্ধ্যায় এফটিআইআইয়ের নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে। বিপি সিংয়ের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর শেখর কাপুরকে FTII সোসাইটির সভাপতি এবং গভর্নি🃏ং কাউন্সিলের চেয়ারম্যান রূপে নিযুক্ত করা হল। মোদী সরকারের জমানায় চতুর্থ এফটিআইআআই চেয়ারম্যান শেখর কাপুর ( পূর্বসূরী গজেন্দ্র চৌহান, অনুপম খের, বিপি সিং)।
নিজের আসন গ্রহণ করার পর থেকে আগামী তিন বছর পর্যন🍷্ত এফটিআইআইয়ের চেয়ারম্যানের পদে থাকবেন শেখর কাপুর। চলচ্চিত্র ও টেলিভিশনের দুনিয়ার জন্য দেশের সবচেয়ে চর্চিত শিক্ষা প্রতিষ্ঠান পুণেতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিট🦩িউট অফ ইন্ডিয়া।
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন সংস্থান (FTII) হল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থ💃া।এটি পুণের প্রভাৎ ফিল্ম কম্পানিকে ꦰকেন্দ্র করে গড়ে উঠেছিল ১৯৬০ সালে। সংস্থানটি আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠান সমন্বয় কেন্দ্র-এর সদস্য; যা বিশ্বের প্রধান প্রধান চলচ্চিত্র বিশ্ববিদ্যালয়গুলির সমন্বয় সাধক সংস্থা।
নাসিরুদ্দিন 🏅শাহ,শাবানা আজমি, ওম পুরী, জয়া বচ্চনের মতো অভিনেতারা এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী ছাত্র।