⭕ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ফসিলসের কনসার্ট চলছে। মঞ্চে পারফর্ম করতে করতে রূপম ইসলাম স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শ্রোতাদের সঙ্গে কথা বলতে থাকেন। আর তখনই এই অনভিপ্রেত ঘটনা যা ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন: 🐭জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
কী ঘটেছে?
ওএদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রূপম ইসলাম ফসিলসের কনসার্টে গান গাইতে গাইতে দর্শকদের তাঁদের ব্যান্ডের একটি গানের লিরিক্স জিজ্ঞেস করছেন নিজে কিছুটা গেয়ে। তখন শ্রোতাদের একাংশ গানটির আসল লিরিক্স না বলে বলছেন রাজু দা পরোটার সেই জনপ্রিয় ডায়লগ। অর্থাৎ, 'এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচালঙ্কা, ৩০ টাকা।' এটা শুনে সেখানে আশেপাশে থাকা বাকিরা হাসিতে ফেটে পড়লেও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ।
কে কী বলছেন?
⛦ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিয়োটি প্রায় ৫ লাখ মানুষ দেখেছেন। শেয়ার হয়েছে কয়েক হাজার বার। ক্ষোভ উগরে এক ব্যক্তি লেখেন, 'এই লোকগুলো যায় কেন এসব কনসার্টে? যার কনসার্টে গেছে তাকে সম্মান করতেও জানে না। অশিক্ষিত একেবারে।' আরেকজন লেখেন, 'মানুষের মতো দেখতে হলেও সবাই যে মানুষ হয় না, আর কনসার্টে গেলেই সবাই শ্রোতা হয় না যে সেটাই প্রমাণ করল এই ভিডিয়ো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গান শোনার অনুভূতিটাই নষ্ট করে দিল।'
𒊎প্রসঙ্গত কিছুদিন আগে কল্যাণীতে ফসিলসের কনসার্টে রূপম ইসলামের বলা কিছু কথা এবং গান গাওয়ার ধরন দারুণ ভাইরাল হয়। তিনি সেদিন মঞ্চ থেকে শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, 'মনে রেখো, ওই ধোঁয়া যারা ওড়াচ্ছ তারা লজ্জিত হও। গত বছর কল্যাণীর বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি। কিন্তু তার কারণ কে সেটা আজ বলব। এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে ধোঁয়া যারা উড়িয়েছিল তারা। এই মাঠে যখন আমি পারফর্ম করব, যদি আর করি এখানে একজনও মাদক দ্রব্য সেবন করবে না। একজনও গাঁজা খাবে না। ঔষধি পরমাওষধি খাবে না। মদ্যপান করবে না। মুখে যদি গন্ধ পাওয়া যায় এই মাঠে তাকে ঢুকতে দেওয়া যাবে না।'