ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম আকাদেমি বা IIFA অ্যাওয়ার্ডস ২০২৩ এবার আবু ধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। আজ, ২৭ মে শনিবার এই অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান। যদিও শুক্রবার ২৬ মে টেকনিক্যাল বিভাগের পুরস্কার দেব হয়। এর মধ্যে আছে সিনেমাটোগ্রাফি, স্ক্রিনপ্লে, ডায়লগ, এডিটিং। এই বিভাগে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি এবং ভুল ভুলাইয়া ২ ছবি দুটো একাধিক খেতাব জয় করেছে।সঞ্জয়লীলা বনসালি পরিচালিত ছবি গঙ্গুবাই কাঠিয়াওয়াডি তিনটি বিভাগে পুরস্কার জয় করেছে। সঞ্জয় এবং বশিষ্ঠ সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার পান এই ছবির জন্য। সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা ডায়লগ বিভাগেও এই ছবি পুরস্কার পেয়েছে। আলিয়া অভিনীত গঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবিটি নয় কেবল, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা ছবিটি সেরা স্পেশাল এফেক্ট বিভাগে পুরস্কার পেয়েছে।কোরিওগ্রাফি বিভাগে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ভুল ভুলাইয়া ২ -এর টাইটেল ট্র্যাক পুরস্কার পায়। সেরা সাউন্ড ডিজাইনেও এই ছবিটি প্রাইজ পেয়েছে।অজয় দেবগনের দৃশ্যম ২ ছবিটি সেরা এডিটিংয়ের পুরস্কার পেয়েছে।হৃতিকের বিক্রম বেদা ছবিটি সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য পুরস্কার পেয়েছে, অন্যদিকে সারার মনিকা ও মাই ডার্লিং ছবিটি সেরা সাউন্ড মিক্সিং পুরস্কার পেয়েছে।এবারের IIFA ২০২৩ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করবেন রাজকুমার রাও, ফারাহ খান। অমিত ত্রিবেদী, সুনিধি চৌহান, বাদশা প্রমুখ গান গান। অন্যদিকে রকুলপ্রীত সিং, লুলিয়া ভন্তুর এখানে নাচ করেন।ভিকি কৌশিক এবং অভিষেক বচ্চন শনিবারের মূল অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। ইতিমধ্যেই বহু তারকা আবু ধাবিতে পৌঁছে গিয়েছেন।দু-দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সলমন-ভিকির একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় আইফার ব্যাকস্টেজে ভিকি কৌশল এগিয়ে গিয়ে সলমন খানের সঙ্গে কথা বলতে যান। কিন্তু ভাইজানের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঠেলে সরিয়ে দেন। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে সাফাই দিয়েছেন ভিকি। তার মাঝেই সামনে এল আইফার গ্রিন কার্পেটের নয়া ভিডিয়ো, সেখানে দেখা গেল নিজে এগিয়ে গিয়ে ভিকিকে বুকে টেনে নিলেন সলমন খান। তবে কি তিক্ত স্মৃতি ভুলে ক্যাটের বরকে আপন করে নিয়েছেন সলমন?