বৃহস্পতিবার ৩৬ বছরে পা রাখলেন অরিজিৎ সিং। মধ্যরাত থেকেই প্রিয় গায়ককে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন সকলে। ২০০৫ সালে ফেম গুরুকুলে গান গেয়ে প্রথমে এসেছিলেন প্রচারের আলোতে। তবে সেই গানের রিয়েলিটি শো জিততে না পারলেও, এখন তিনি বলিউডের পয়লা নম্বরের গায়ক। তাঁর গান ছাড়া বিগ বাজেটের ছবি যেন ভাবাইﷺ যায় না!
অরিজিতের ༺জন্ম ১৯৮৭ সালের ২৫ এপ্রিল। বাবা কক্কর সিং, একজন পাঞ্জাবি শিখ এবং মা অদিতি সিং, বাঙালি হিন্দু। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তাঁর জন্ম। সেখানেই পড়াশোনা, বেড়ে ওঠ♓া। প্লেব্যাকের দুনিয়ায় প্রবেশ করেন ২০১১ সালে মার্ডার ২ সিনেমার ফির মহব্বতে গান দিয়ে। এরপর একে একে সাংহাই-এর 'দুয়া', এজেন্ট বিনোদের 'রাবতা' এবং ১৯২০: ইভিল রিটার্নস থেকে 'উসকা হি বানা' দিয়ে জিতে নিতে থাকেন শ্রোতার মন।
২০১৩ সালে আশিকি ২ -এর 'তুম হি হো' এবং 'চাহু ম্যায় না' ট্র্যাকগুলির মাধ্যমে অরিজিতের জনপ্রিয়তার গ্রাফ হয় ঊর্ধ্বমুখী। অরিজিৎ সিংয়ের সম্পদ গত এক দশক ধরে ইন্ডাস্ট্রিতে তিনি যে কঠোর পরিশ্রম এবং দুর্দান্ত সঙ্গীত উপহার দিয়েছেন তারই ফল। যদিও বিলাসবহুল জীবনে একেবারেই অভ্যস্ত নন। জিয়াগঞ্জে ঘুরে বেড়ান স্কুটি চড়ে। ট্রেনের স্লিপার ক্লাসে চড়তেও দেখা যায়꧋। নেই নিরাপত্তারক্ষীর বহর। ইতিমধ্যে অরিজিৎ ৭টি ফিল্মফেয়ার পুরষ্কার এ😼বং জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সহ পেয়েছেন একাধিক সম্মান।
আরও পড়ুন: বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার! আদৃতের জন্য বার্ꦛতা কৌশাম্বির, ‘তু🥃মিই এখন…’
কত কোটি সম্পত্তির মালিক অরিজিৎ?
জানা যায়, মুম্বইয়ের ভার্সোভার একটি বিল্ডিংয়ে অরিজিতের নামে ৪টি ফ্ল্যাট রয়েছে যার আনুমানিক মূল্য ৯.১ কোটি টাকা🦹 (২০২০ অনুযায়ী)। অরিজিৎ সিং-এর গাড়ির সংগ্রহও চমকপ্রদ। একটি রেঞ্জ রোভার ভোগ (১.৮-৪ কোটি), একটি হামার এইচ 3 (৭০ লাখ), এবং একটি মার্সিডিজ বেঞ্জ (৫৭ লাখ-১.৫ কোটি) রয়েছে গায়কের।
আরও পড়ুন: ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছ♌ে🍌 চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো?
বাংলার ভূমিপুত্রের আনুমানিক বার্ষিক আয় ৭২ কোটি এবং ম🔯াসিক আয় ৬ কোটি টাকা। ফোর্বসের একটি তালিকা অনুসারে, অরিজিৎ ২০১৯ সালে ৭১ কোটি আয় করেছিলেন।👍 অরিজিৎ সিং-এর ফি বলিউড সিনেমার গান প্রতি ১০-১২ লাখ। এবং এক ঘণ্টা পর্যন্ত চলা কনসার্টের জন্য তিনি নিয়ে থাকেন দেড় কোটি।
আরও পড়ুন: 💜গর্ভে সন্তান নিয়ে বিয়ে, তারপরই ডিভোর্স হয় কঙ্কনার! নতুন প্রেমে অপর্ণা সেনের মেয়ে
একাধিক রিপোর্টে অনুসারে, অরিজিতের বর্তমানে ♊মোট সম্পত্তির মূল্য ৫২ কোটি (২০২🎶২ সালের হিসেব)।