পঞ্জাবি গায়ক এবং অভিনেতা হার্ডি সান্ধু ღ, যিনি কবীর খানের স্পোর্টস বায়োপিক ৮৩ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন, জানান সম্প্রতি শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। তাও আবার লাইভ শো চলাকালীন। সাম্প্রতিক সাক্ষাৎকারে গোটা ঘটনার বর্ণনা করেন তিনি, যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। দু বছর এক আগে বিয়েতে গাইতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হন।
হার্ডি জানান, তাঁর সামনে এক মধ্যবয়সী মহিলা নাচ করছিল। দেখে যার বয়স গায়কের মনে হয়েছিল ৪০-এর সামান্য বেশি। বারবার সে স্টেজে উঠে হার্ডির সঙ্গে নাচ করার আবদার জানাতে থাকে। নাও করেছিলেন হার্ডি। জানিয়েছিলেন তাঁকে স্টেজে ডাকলে বাদবাকিরাও একই দাবি করবে। খারাপ হবে পরিস্থিতি। আরও পড়ুন: সার📖েগামাপায় যেতেই বড় সুযোগ, হিমেশের সুরে ‘মেরা দিল মেরি জান’ গ🅠াইলেন কাবো, শুনুন
অগত্যা সেই মহিলাকে সেজে ডাকতেই হয় হার্ডিকে। একটি গানে দুজনে একসঙ্গে নাচও করেন। এরপর ওই মহিলাকে তিনি প্রশ্ন করেন, ‘এখনআপনি খুশি তো?’ তবে সেই মহিলার পরের আবদার ছিল হার্ডিকে একবার জড়িয়ে ধরা। সেটাও মেনে নেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। জড়িয়ে ধরেই ছেড়ে দেন হার্ডিকে ওই মহিলা, চেটে দেন কানও। আরও পড়ুন: ‘৪ ছেলে হবে, আর ৮ মেয়ে’, 🥃ভবিষ্যৎ শুনে চোখ কপালে আট মাসের অন্তঃস্বত্ত্বা শুভশ্রীর
গায়ক জানান, সেই মুহূর্তে হাত-পা ঠান্ডা হয়ে যায় তাঁর। কীভাবে প্রতিক্রিয়া দেবেন সেটাও পারছিলেন না বুঝে উঠতে। ওই সাক্ষাৎকারেই হার্ডি সান্ধুকে বলতে শোনা যায়, ‘একবার ভাবুন তো কেমন ঘটনা! এটা যদি উল্টো পরিস্থিতি হত! আমি বুঝতেই পারিনি কী বলা উচিত। এসব হয়েছিল আমার সঙ্গে।’ আরও পড়ুন: ‘বাবার দাদাগিরিতে আম🙈ি দিদি নম্বর ১’, সৌরভের শোতে কাঁদলেন রাঙা বউ ‘পাখি’ শ𒈔্রুতি
সান্ধু একজন ফাস্ট বোলার হিসেবে এক দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলেছিলেন, কিন্তু কনুইতে গুরুতর আঘাত পান। ফলত ২০১৭ সালে বাধ্♈য হন খেলা ছেড়ে দিতে। ২০১১ সালে আসে তাঁর প্রথম অ্যালবাম ‘দিস ইজ হার্ডি সান্ধু’। হিন্দি ও পঞ্জাবি ভাষাতেই মূলত গান তিনি। এরপর গীতিকার জানি ও সুরকার বি প্রা💖কের সঙ্গে আনেন ‘সোচ’, যা হিট হয়। সান্ধু পান খ্যাতি। তাঁর ‘জোকার’, ‘ব্যাক বোন’, ‘হর্ন ব্লো’, ‘ইয়ার নি মিলায়া’-র মতো ট্র্যাকও বেশ হিট করে। ২০১৭ সালে নোরা ফতেহির সঙ্গে আনেন ‘সোচ’, যা হার্ডির কেরিয়ারের অন্যতম বড় হিট। বলিউডের হিট সিনেমা ‘বালা’, ‘গুড নিউজ’-এর মতো সিনেমাতেও গান গেয়েছেন।