'হেরা ফেরি ৩' ছবিটি ঘোষণা করার পর থেকেই বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে, অক্ষয় কুমার এই ছবিটিতে কাজ করতে রাজি হচ্ছিলেন না। তাছাড়া পরে যখন ছবিটির শ্যুটিং শুরু হবে বলে ঠিক হয়, তখন ছবিটির আইনি অধিকার নিয়ে সমস্যার হয়, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে। কয়েক মাস আগে ছবিটির ক🉐াজ শুরু হওয়ার কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়।
সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে ফিরোজ এই সিনেমাটির স্বত্ব পুনরুদ্🤪ধার করেছেন।
প্রযোজনা দলের ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে যে, ফিরোজ তাঁর বকেয়া পরিশোধ করেছেন এবং আদালত থেকে একটি নো ডিউ সার্টিফিকেট পেয়েছেন। তাঁকে ‘হেরা ফেরি’ এবং অন্যান্য ছবির অধিকার পুনরুদ্ধার করার অনুমতিও দেওয়া হয়েছে। তিনি এখন তাঁর এই ছবির কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন তেমনটাই আদালতের নির্দেশ। 𝄹আদালতে মতে তিনি এখন স্বাধীন ভাবে দর্শকদের বিনোদন দিতে পারেন।
সূত্রটি আরও জানায়, ‘হেরা ফেরি ৩’ শুধুমাত্র ফিরোজের জন্যই নয়, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির জ༒ন্যও একটি প্যাশন প্রজেক্ট। তাঁরা সবাই এখন ছবিটিরꦿ দিকের দিকে তাকিয়ে রয়েছেন, এর জন্য তাঁরা যত দূর সম্ভব হয় তত দূর যেতে পারেন।
ফিরোজ 'আওয়ারা পাগল দꦇিওয়ানা,' 'ফির হেরা ফেরি,' 'ওয়েলকাম, এবং 'আন' সহ বেশ কয়েকটি হিট সিনেমার জন্য পরিচিত। এর আগে ফিরোজ অক্ষয় কুমারকে বুঝিয়ে 'ওয়েলকাম ৩'- এ কাজ করার জন্য রাজি করিয়েছিলেন। ছবিটি পরে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' নামে কাজ শুরু হয়। এই বছরের শুরুর দিকে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে।
আরও পড়ুন: 'ন্যাকামো কম করুন' আরজি কর নিয়ে চুপ, প্রথমবার হেলিকপ্টার চড়ার অܫভিজ্ঞতা ভাগ করতেই ট্রোল্ড ইমন!
সম্প্রতি, ফিরোজ 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির জন্য অক্ষয় কুমারের সঙ্গে আবার এক সঙ্গে কাজ করতে চলেছেন। তিনি জানিয়েছে যে যার আসন্ন ছিবিটি 'ওয়েলকাম꧂ টু দ্য জঙ্গল' নামে মুক্তি পাবে। চলতি বছরের শুরু🍰তেই ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছে।