‘স্বতন্ত্র বীর সারভারকার’ ছবিতে সারভারকারের জীবনকে বড়পর্দায় তুলে ধরেছেন রণদীপ হু𒊎ডಞা। শুধু অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবেও এই ছবির গুরু দায়িত্ব ছিল রণদীপের কাঁধে। চলতি বছর ২২ মার্চ মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। তবে এবার আর কোনও বায়োপিকে অভিনয় করতে চান না অভিনেতা, বেছে নিতে চান অ্যাকশন প্যাক্টড মুভি।
‘স্বতন্ত্র বীর সারভারকার’ IFFI ২০২৪ - এ জায়গা পেয়েছে। গোয়ায় অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে ETimes - এর কথোপকথনে অভিনেতা বলেন, ‘আমি বেশ কয়েকটি বায়োপিকে ইতিমধ্যেই অভিনয় করেছি, চরিত্রের স্বার্থে কখনও ওজ🌟ন কমাতে হয়েছে কখনও আবার বাড়াতে হয়েছে। কিন্তু আমি বায়োপিক থেকে এবার দূরে রাখার চেষ্টা করছি নিজেকে।’
আরও পড়ুন: একসঙ্গে কাজ করেন দীর্ঘদিন, ঋত্বিক বিয়ে করতেই অরুণিমার পোস্ট, ‘যতই কর বাহান🅷া’! কারা ছিল নিম🐠ন্ত্রিত
রণদীপ বলেন, ‘বায়োপিকের যে গল্෴পগুলো সিনেমার পর্দায় দেখানো হয়, তার পরিণতি ভীষণ করুণ হয়। এছাড়া একই ধরনের সিনেমা করতে করতে মানুষ এখন ভাবে আমি শুধুমাত্র বায়োপিক সিনেমাতেই অভিনয় করি, মানুষ ভুলে গেছে এর আগে অ্যাকশন এবং রোমান্টিক সিনেমাতেও আমি অভিনয় করেছিলাম।’
সিনেমা বাছাই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমি বাণিজ্যিক সিনেমায় এবার অভিনয় করতে চাই। যে সমস্ত সিনেমা মসলাদার এবং চটকদার সিনেমা হয় এবা﷽র সেই সমস্ত সিনেমায় ফিরতে চাই। অভিনয়ের মাধ্যমে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোই আমার প্রধান উদ্দেশ্য।’
রণদীপের আগামী সিনেমা ‘জাত’ - এ তিনি সানি দেওলের সঙ্গে অভিনয়🍃 করেছেন। সানি দেওলের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘সানি পাজি একজন অসাধারণ অভিনেতা। এই সিনেমাটি পুরোটাই একটি অ্যাকশন ফিল্ম। এই সিনেমায় আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করতে পেরেছি।’
আরও পড়ুন: 🔯'আমাকে শাসন করতে পিছপা হন না…’ ক🍷েরিয়ারের শুরুতে করণের পাশে থাকা নিয়ে অকপট অনন্যা
‘স্বতন্ত্র বীর সারভারক🔯ার’ সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই সিনেমাটি তৈরি এবং রিলিজের জন্য অনেক লড়াই করতে হয়েছে আমাকে। বဣেশিরভাগ চলচ্চিত্র উৎসবে অপ্রকাশিত চলচ্চিত্র দেখানো হয়, কিন্তু সেখানে এই সিনেমাটি দেখানো হয়েছে।… দর্শকদের যে ভালো লেগেছে সিনেমাটির গল্প, তার জন্য আমি চির কৃতজ্ঞ।’