আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। ব্যতিক্রম নন টলিপাড়ার খ্যাতনামীরাও। এই ঘটনার প্রতিবাদে প্রথম দিন থেকে সোচ্চার বিরসা দাশগুপ্ত ও বিদিপ্তা চক্রবর্তী। এর মাঝেই দিন দশেক আগে সামনে এসেছে মাꦰলয়ালম ছবির জগতে ঘটে যাওয়া 🃏যৌন হেনস্থা নিয়ে হেমা কমিটির রিপোর্ট।
ঋতাভরী চক্রবর্তীর মতো অভিনেত্রী টলিউডকে ‘সুগার কোটেট ব্রথেল' বা ‘মিষ্টি মোড়𒈔কে ঢাকা পতিতালয়’ বলে কটাক্ষ করেছেন। প্রশ্নের মুখে টলিউডের প্রথম সারির পরিচালক, প্রযোজকরা। টলিউডের যৌন হেনস্থার প্রসঙ্গও এখন আলোচনায়। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় নজরে এল▨ বিরসা দাশগুপ্তের একটি পোস্ট। তবে পরিচালক নয়, দুই কন্যা সন্তানের পিতা হিসাবে সেই পোস্ট বিরসার।
আসলে আমাদের সমাজেꦆর আশেপাশেই অনেক বিকৃত ভাবনার লোকজন লুকিয়♔ে থাকে, তাদের খুঁজে বার করাটাই বড় চ্যালেঞ্জ। কারণ বন্ধু কিংবা আত্মীয়র মুখোশ ধরেই সে-সব বিকৃত মানসিরতার লোক কোপ বসায়। তিনি লেখেন, ‘স্নেহ প্রদর্শন এবং বিকৃতির মধ্যে পার্থক্য রয়েছে। চারপাশে ঘুরে বেড়ানো বিকৃত মানসিকতার মানুষদের থেকে সাবধান থাকুন। হয়তো এরাই তথাকথিত আত্মীয় পরিজন বা বন্ধু। এই ধরনের অসুখের কোনও ভ্যাকসিন নেই। আমার আর বিদিপ্তার দুই কন্যা সন্তান রয়েছে, বড়টার বয়স ২৪, ছোটটা ১৩-তে পা দিয়েছে। তাই আমরা খুব ভালোভাবে জানি, ঠিক কী বলছি।’
বিরসা ও বিদিপ্তার বড় মেয়ে মেঘলা দাশগুপ্ত ইতিমধ্যেই টলিউডে আত্মপ্রকাশ করেছেন। বাবার সহযোগী হিসাবে কাজ করার পাশাপাশি ক্যামেরার সামনেও সমান পার🉐দর্শী মেঘলা। হালে অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’-এ দেখা মিলেছে মেঘলার। জানিয়ে রাখি, বিদিপ্তার প্রথমপক্ষের সন্তান হলেও নিজের সন্তানের মতো করেই মেঘলাকে আগলে রেখেছেন বিরসা। অন্যদিকে তাঁদের ছোট মেয়ে ইদা। ‘সব ভুতুড়ে’ ছবির মিষ্টি ভূত হিসাবে খুদে ইদাকে দেখেছিল বাঙালি দর্শক। আপতত পড়াশোনা নিয়েই ব্যস্ত বিরসা-কন্যা।
আর জি করের ঘটনার পরই বিরসা ফেসবুকে লিখেছিলেন, ‘আমার দুই মেয়ে রয়েছে, আর এখানে থাকতে ভয় করছে’। সেই নিয়ে কটাক্ষের মুখেও পড়েছিলেন বিরসা। তবে চুপ থাকেননি। রাস্তায় নেমে প্রতিবাদ 𝓡জানিয়েছেন। আর জি কর নিয়ে বিদিপ্তাকে বলতে শোনা গিয়েছে, ‘বার বার একই ঘটনার পুনরাবৃত্তি। কখনও কামদুনি, কখনও দিল্লি, কখনও আমাদের শহর কলকাতা। পথে নেমে প্রতিবাদ ছাড়া আমি তো আর কোনও বিকল্প রাস্তা দেখছি না।’