একজন টলিপাড়ার নামী অভিনেত্রী, অন্যজন গায়িকা। তবে তাঁদের মধ্যে একটা কমন কানেকশন রয়েছে। তাঁদের জীবনের প্রাক্তন একজন। কথা হচ্ছে স্বস্তিকা দত্ত ও ইমন চক্রবর্তীর। দুজনেরই কাছের মানুষ ডিজাইনার অভিষেক রায়, তারই এক ইভেন্টে মুখোমুখি শোভনের দুই প্রাক্তন। আরও পড়ুন-‘এটা আমার শিক্ষা…', সোহিনীর সঙ্গে শোভনের বিয়🍸ে নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন স্বস্তিকা
সাদা শাড়ি আর মেরুন বেনারসি ব🎃্লাউজে ফাটাফাটি সাজে স্বস্তিকা। অফ হোয়াইট শাড়ি, জুঁইয়ের মালায় সাজানো ফুলে ভারী মিষ্টি দেখাচ্ছে ইমনকেও। ক্যামেরার সামনে গল্প করতে করতে হেসে গড়াগড়ি খাচ্ছেন দুজনে। কী নিয়ে কথা হচ্ছে তাঁদের? নেটিজেনদের সামনে এমন প্রশ্ন ছুঁড়তেই ধেয়ে এল মজার জবাব, সঙ্গে কিছু যৌনগন্ধ🐭ী মন্তব্যও।
কমেন্ট বক্সে সবচেয়ে বেশি মন্তব্যে উড়ে এল শোভন এবং সোহিনী সরকারকে নিয়ে। একজন লেখেন, ‘তোর এক্স এখন আমারও এক্স, এটা বলেই হাসছে’। আরেকজন লেখেন, ‘আমাদের দুজনের চয়েস খুব বাজে ছিল। এটা বলাবলি করছে’। আরেক নেটিজেন লেখ༺েন, ‘এক্সের বিয়🐼ে নিয়ে গসিপ করছে’।
‘আগামী কয়🌊েক বছরে হাফ সেঞ্চুরি…’, জঙ্গলে শোভন-সোহিনী, হাতে কি ‘ভদকা’? হল ট্রোল