🍌 গায়িকার নাম ইমন চক্রবর্তী। নিশ্চয় তাঁর সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দেওয়ার কিছু নেই। ব্যক্তিগত জীবনে সুরকার নীলঞ্জন ঘোষকে বিয়ে করে সুখে সংসার করছেন গায়িকা। তবে নীলাঞ্জন যে ইমনের জীবনের প্রথম প্রেম নয়, সেকথা কমবেশি অনেকেই জানেন। নীলাঞ্জনের আগে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়িকা। একথাও বহু লোক জানেন। তবে শুধু শোভনও নয়। তারও আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। একাধিকবার অকপটে সেকথা স্বীকার করেছেন ইমন।
🍸সেতো নাহয় হল, কিন্তু এবার একী বললেন গায়িকা! গায়ক অরিজিৎ সিং-এর প্রতি নিজের দুর্বলতার কথাও প্রকাশ্যেই বলে ফেললেন ইমন!
ঠিক কী বলেছেন ইমন চক্রবর্তী?
🐎টিভি ৯-এর প্রতিবেদন অনুসারে, এক সাক্ষাৎকারে ইমন বলেন, ‘জানি না প্রকাশ্যে আমার একথা বলা ঠিক হবে কিনা, তাও বলি। আমি সবসময় বাবাকে বলতাম, বিয়ে করলে অরিজিতের মতো মানুষকেই করব। ওই মানুষটাকে আমি ভালোবাসি। নীলাঞ্জনের সঙ্গেও যখন আমার বিয়ে হয়, তখনও স্পষ্ট বলে দিয়েছিলাম, আমি ভালোবাসি অরিজিৎকে তবে বিয়ে করছি তোমায়।’
💝আরও পড়ুন-ব্যক্তিগত জীবনের কারণে জোর চর্চায়, হঠাৎ মেদিনীপুর থেকে দেবকে কেন ফোন করতে হল যিশুকে?
♑নাহ, ইমনের কথায়, তাঁর এমন কথায় স্বামী নীলাঞ্জন ঘোষ নাকি বিন্দুমাত্র রাগ করেননি। প্রসঙ্গত ২০২১ ,সালে ভালোবেসেই সুরকার নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেছিলেন ইমন চক্রবর্তী। টানা তিন বছর ধরে সুখেই সংসার করছেন তাঁরা। এমনকি ইমন ঠিক যতটা 'ভোকাল' নীলাঞ্জন ঠিক ততটাই 'রিজার্ভ' বলেও জানিয়েছিলেন শিল্পী।
ꦦপ্রসঙ্গত, গতবছর (২০২৩) বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমন বলেছিলেন, ‘প্রথমদিন আমার কিন্তু ওকে (নীলাঞ্জনকে) একটা ভীষণ অসহ্য একটা মানুষ মনে হয়েছিল। ডেটে গিয়েও কি কেউ এভাবে গান নিয়ে আলোচনা করে! বিস্মত ও বিরক্ত হয়ে আমি প্রথমেই রিজেক্ট করে দিয়েছিলাম। পরে অবশ্য আমার তরফেই ওর কাছে বিয়ের প্রস্তাব যায়।’
ꦇসেই সাক্ষাৎকারেই প্রেমে পড়ার বিষয়ে শিল্পী বলেছিলেন, ‘জীবনে আমি বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়েছি, প্রচুর ঠকেছি। হয়ত সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার দিক থেকে ভালো। তবে বুঝেছি এই তালাটা, এই চাবিটার জন্য নয়। (নীলাঞ্জনকে দেখিয়ে) এই তালাটা এই চাবিটার জন্য। ঈশ্বর আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে। এটা উপর থেকে হয়ে এসেছে। কে কাকে পেয়েছে গুরুত্বপূর্ণ নয়। আমরা একে অপরকে পেয়েছি, একসঙ্গে জীবন কাটাচ্ছি। ভগবানের আশীর্বাদে আগামিদিনেও কাটাব। এটাই আসল বিষয়।’