ইমন চক্রবর্তী গানের পাশাপাশি ভীষণই ধর্মপ্রাণ। যে কোনও 🗹ধরনের পুজো আচ্চাই বেশ নিষ্ঠা ভরে করতে দেখা যায় গায়িকাকে। কিন্তু এবার রথযাত্রার দিন♊ তিনি দেশে ছিলেন না। বিদেশে প্রোগ্রাম করতে গিয়েছেন। কিন্তু তাই বলে মহাপ্রভুর পুজো বাদ যাবে? একেবারেই নয়। তাই সেখানেই অভিনব কায়দায় পুজো করলেন গায়িকা।
আরও পড়ুন: রক্তবীজের পর ফের পুজোয় পুলিশ হয়ে বড় পর্দায় ফিরছেন আবির! এবার কোন কেসের তদন🀅্ত করব🗹েন?
আরও পড়ুন: 'গুগল দাদু'র কাছে যিনিই শিলাজিৎ তিনিই 🍌লকেট! অযোগ্যর কাস্টের ছবি দেখে চমকে উঠল নেটপাড়া
বিদেশে ইমনের রথ
এদিন 🔜ইমন চক্রবর্তী তাঁর রথযাত্রা পালনের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রী একটি গয়নার বাক্সের মতো বাক্সে বসিয়ে রেখেছেন ছোট্ট জগন্নাথ দেবকে। তাঁকে তারপর গায়িকা নিজের হাতে সেবা করেন হোটেল রুমে বসে। স্নান করান, পুজো দেন। ফল, ইত্যাদি খেতে দেন জগতের দেবকে। তবে এসবের পরেই আসল জিনিস নজর কাড়ল সবার।
দেশে তাও রথ পাওয়া যাবে। কিন্তু বিদেশে চাইলেই কি আর রথ পাওয়া যায়? তাহলে কীভাবে জগন্নাথ দেব সেখানে রথ চড়বেন? এর জন্য দারুণ একটা বুদ্ধি অ্যাপ্লাই করলেন ইমন। জগন্নাথ দেবকে একটি ট্রলির উপর বসিয়ে সেটা ধরে রাস্তায় টানলেন। ব্যাস হয়ে গেল জগন্নাথ দেবের রথ চড়া। এদি🍒ন গায়িকার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যায় ট্রলি-রূপী রথ টানতে। দুজনের মুখেই তৃপ্তির হাসি লেগেছিল।
এই পোস্টটি করে ইমন চক্রবর্তী তার ক্যাপশনে লেখে♛ন, 'দেশ থেকে হয়তো দূরে আছি, দেশের ঐতিহ্য থেকে নয়। বাড়ি থেকে কয়েকশো মাইল দূরে মনখারাপের মাঝেই শিকাগোতেই এবারে জগন্নাথ দেবের পুজো করলাম। দিনশেষে এটাই যেন আনন্দ। জয় জগন্নাথ।' অনেকেই প্রশংসা করেছেন তাঁর এই অভিনব কায়দার রথযাত্রা পালনকে। এক ব্যক্তি লেখেন, 'রথটা অসাধারণ লাগল।' দ্বিতীয়জন লেখেন, 'আহা,মন ভরে গেল, চেষཧ্টা করলে সব হয়, এটাই তার প্রমাণ, জয় জগন্নাথ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এমন প্রিয়, ভালোবাসে যা দেবেন, যে অবস্থায় দেবেন, অনন্ত হাত দিয়ে সব গ্রহণ করবেন। কখনো ফেরান না।'
আরও পড়ুন: ছোট্ট বোনু ইয়ালিনিকে গল্প পড়ে ♍শোনাচ্ছে দাদা ইউভান! দুই সন্তানের কাণ্ড দেখে কী লিখলেন শুভশ্রী?