🃏 এবার পুজোয় মুক্তি পেতে চলেছে বহুরূপী। আগেই সেই খবর পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল এই ছবির প্রথম মোশন পোস্টার। আর তাতেই নতুন রূপে ধরা দিলে আবির চট্টোপাধ্যায়। এখানে আবিরকে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে।
বহুরূপী ছবির মোশন পোস্টার
💧২০২৩ সালের পুজোয় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রথম থ্রিলার ছবি রক্তবীজ। সেখানে প্রধান তথা কেন্দ্রীয় তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল আবিরকে। এবার তিনি বহুরূপী ছবিতে রাজ্য পুলিশের চরিত্রে অভিনয় করবেন। তাঁর চরিত্রের নাম SI সুমন্ত। রথযাত্রার দিন প্রকাশ্যে এল এই ছবির ফার্স্ট মোশন পোস্টার। দুর্ধর্ষ অ্যাকশন মুভি হতে চলেছে যে এটি সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বহুরূপী প্রসঙ্গে
💮বহুরূপী ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটি। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে এই ছবিটি। এই ছবির যে মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে আবির চট্টোপাধ্যায়কে কখনও বন্দুক হাতে কখনও আবার দুষ্কৃতীর পিছনে ধাওয়া করতে দেখা গেল।
♈বহুরূপী ছবিতে উঠে আসবে ১৯৯৮ সাল থেকে ২০০৫ পর্যন্ত চলা একাধিক ঘটনার কথা। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া সেই সমস্ত তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোকে অবলম্বন করেই বানানো হয়েছে এই ছবির চিত্রনাট্য।
আরও পড়ুন: ♎মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও দাপট কিং কোহলির! বিশ্বজয়ের পর কোন ৪ রেকর্ড গড়লেন বিরাট?
📖বহুরূপী ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখকে। এই ছবির শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন শিবপ্রসাদ। তার জন্য অনেকটা সময় বন্ধ ছিল ছবির শ্যুটিং। এবার পুজোয় মুক্তি পাবে এই ছবিটি।
🍎এছাড়া শীতের ছুটিতে আসবে এই প্রযোজনা সংস্থার ছবি আমার বস। সেই কথাও কিছুদিন সেই ঘোষণা করা হয়েছে। রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে সেখানে।