সুপ্রিম কোর্টের রায়ে𝄹 চাকরি হারাতে হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মচারীকে। দুর্নীতির অভিযোগে বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের এসএসসি -র তৈরি করা প্যানেল। বৃহস্পতিবার (৩ এপ্রিল, ২০২৫🧸) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সাংবাদিক সম্মেলনে যার জবাব দিলেন মমতা।
এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রীতিমতো নাম করে ভর্ৎসনা করেন 🗹মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন এই ঘটনায় বিজেপির ভূমিকা নিয়ে। সংশয় প্রকাশ করেন, তা♛ঁর আশঙ্কা - আজকের এই পরিস্থিতি সিপিআই(এম)-এর সঙ্গে মিলে বিজেপিই সৃষ্টি করেছে।
সুকান্ত প্রসঙ্গে মমতা বলেন, 'এতগুলো মানুষের চাকরি চলে যাওয়ার পর বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন... দুঃখিত, আমি ꦓতাঁর নাম নিতে চাই না। কিন্তু, আমি মিডিয়াᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয় - ফেসবুকে তাঁর উক্তি শুনেছি। (তিনি বলছেন) অযোগ্যদের জন্য নাকি যোগ্যদের চাকরি গিয়েছে। এর জন্য নাকি আমি দায়ী!'
এই প্রসঙ্গেই মমতা নিয়োগ দুর্নীতি ইস্যুতে মামলা করা নিয়ে প্রশ্ন তোলেন। সুকান্ত মজুমদারের উদ্দেশে বলেন - 'আপনারা যখন প্রথম কেস করলেন, ভাবলেন না? কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো সরকারক🌟েও ভাবতে দিলেন না? আপনারা নিজেরা যোগ্য তো?'
এই একই ইস্যুতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা। যদিও তাঁর পুরো নাম উচ্চারণ করতে গিয়🐼েও তাঁর গলায় স্পষ্ট শ্লেষ ধরা পড়ে। বস্তত, অবসরপ্রাপ্ত বিচারপতির পুরো নাম উচ্চারণ করেননি তিনি। বদলে, কার্যত বিচারব্যবস্থার একাংশের সঙ্গে বিজেপির বোঝাপড়ার বার্তা দেন মমতা। যদিও মুখে সরাসরি এমন কোনও মন্তব্য করেননি মুখ্যমন্🍰ত্রী।
তিনি বলেন, 'প্রথম হাইকোর্টে যিনি এই জাজমেন্ট দিয়েছিলেন... তিনি এখন জুডিশিয়ারি ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন। সম্ভত... না সত্যিই হয়েছেন! সাম গাঙ্গুলি না ড্যাংগুলি! আমি ঠিক জানি না তাঁর আসল নামটা! পরে জেনে নেব!... আজ তাঁরা কোন মু🦩খে বড় বড় কথা বলেন?൲ তাঁদের দায়বদ্ধতা নেই? দায়বদ্ধতা ছিল না? আমি বিশ্বাস করি, এটা বিজেপি করিয়েছে।'
এর পরে আরও কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা। এবং এবারও সংশ্লিষ্ট ব্যক্তির নাম উহ্য রাখেন। কিন্তু, আকারে ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দেন। মমতা বলেন, 'আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বের করব। ২০১৬তে, তখন কারা মন্ত্রী ছিলেন? এবং একটা জেলা তো আমি জানিই। কীসের বিনিময়ে চাকরি হয়꧒েছে⛦। আমি খুঁজে দেখব। যদি কারও জানা থাকে তথ্য, প্লিজ আমাকে দেবেন!'
তথ্যাভিজ্ঞ মহলের অনুমান, এখানে মমতা এমন কোনও ব্যক্তির কথা বলেছেন, যিনি ২০১৬ সালে রাজ্যের দাপুটে মন্ত্রী ছিলেন। অর্𝕴থাৎ - সেই সময় সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসেই ছিলেন। তাহলে কি মমতা এমন কোনও হেভিওয়েটকে নিশানা করলেন যিনি দল বদলে পালটা তাঁর বিরুদ্ধেই দাপট দেখাতে চাইছেন?