২০২৫ আইপিএলে নিজের ভালো বোলিংয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখলেন আর্শদীপ সিং। এবারের আইপিএলে প্রথম দুই ম্য়াচেই꧅ নতুন বল হাতে বেশ নজর কেড়েছেন তিনি। বাঁহাতি এই পেসার লখনউয়ের বিরুদ্ধেও নিজের নামের পাশে লিখিয়েছেন তিন উইকেট। প্রথম ম্যাচেও তাঁর ব𝕴োলিং নজর কেড়েছিল সকলের, তাঁর দলও এখনও আইপিএলে রয়েছে অপরাজিত।
নিজের বোলিংয়ে খুশি নন পঞ্জাব-তনয়
অবশ্য তিন উইকেট নিলেও নিজে🐟র বোলিংয়ে সন্তুষ্ট নেন ভারতীয় দলের এই বাঁহাতি পেসার। তাঁর মনে হয়েছে নতুন বলে আরও জমজমাট পারফরমেন্স করা উচিত ছিল। আর্শদীপ বলছেন, ‘একজন বোলারের কাছে ভালো উইকেটে যেখ♑ানে বোলাররা সাহায্য পাচ্ছে, সেখানে ৩ উইকেট নেওয়াটা খুবই সাধারণ ব্যাপার। আমি মনে করি, যে আমার এত রান দেওয়া উচিত হয়নি। পাওয়ারপ্লেতে যখন বল আটকে যাচ্ছিল আবার মাঝে মাঝে অতিরিক্ত বাউন্সও হচ্ছিল, তখন আমি যদি ঠিকঠাক লেন্থ বল করতে পারতাম, তাহলে প্রতিপক্ষ দলের স্কোরকে এতটা বাড়ত না’। প্রসঙ্গত তিনি ৪ ওভারে ৪৩ রান দিয়েছিলেন।
পাল্টা অ্যাটাকে অস্ত্র সাজান আর্শদীপ
লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে মিচেল মার্শকে নিজের প্রথ🐼ম ওভারেই আউট করেন আর্শদীপ সিং। সেই উইকেট নিয়ে কথা বলতে গিয়েই আর্শদীপ বলছিলেন, “ এখন দেখা যাচ্ছে, কোনও ব্যাটার নিজের 🍨ডিফেন্সের ওপর বেশি ভরসা করছে না। শুরু থেকেই তাঁরা আক্রমণ কতে চাইছে। তাই আমিও দুটো স্লিপ আর একটা ডিপ কভারে ফিল্ডার রেখেছিলাম, যাতে ব্যাটার বড় শট খেললেও বল ক্যাচ ধরার সুযোগ থাকে। আবার দুটো স্লিপ রেখে আমিও অ্যাটাক করছিলাম"।
উথাপ্পার প্রশংসা
আর্শদীপের নিজের বোলিংয়ের প্রতি সততা দেখে প্রাক্তন ভারতীয় ক্রি𝄹কেটার রবিন উথাপ্পা সোশাল মিডিয়ায় জানান ‘ যদি কেউ এই সাক্ষাৎকারটা শুনে থাকে, তাহলে বুঝতে পারবে এখানে যুব ক্রিকেটারদের শেখার অনেক কিছু রয়েছে। যেভাবে এই ছেলেটা(আর্শদীপ) ভাবনা চিন্তা করে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। সত্যিকারের চ্যাম্পিয়ন। এই সাক্ষাৎকারটা দেখে ওর মানসিকতাটা বুঝতে পারলাম, অসাধারণ’।
২০২১ সাল থেকেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করে আসছেন আর্শদীপ, সেবার নিয়েছিলেন ১৮ উইকেট। এরপর ২০২৩ সꦰালে ১৭ উইকেট নেওয়ার পর গতবার আইপিএলে নেন ১৯ উইকেট। মোট ৮১টি আইপিএল উইকেটের পাশাপাশি টি২০তে ভারতের হয়ে ৯৯ উইকেটে মালিক এই বাঁহাতি পেসার। ইতিমধ্যেই ভারতের জার্সিতে টি২০ বিশ্বকাপের পাশাপাশি চ্যꦏাম্পিয়ন্স ট্রফিও জেতা হয়ে গেছে তাঁর।