আইপিএল শুরু হয়েছে কয়েকদিন হল। আর এরই মধ্যে ব্যক্তিগত সমস্যার কারণে দল ছেড়ে বাড়ি ফিরলেন দঃꦅ আফ্রিকার তারকা ক্রিকেটার কাজিসো রাবাদা। এবারের আইপিএলের নিলামে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স দল। কিন্তু ব্যক্তিগত সমস্যার কথা তিনি দুদিন আগেই নিজের টিম ম্যানেজমেন্টকে জানান, এরপরই বুধবারের ম্যাচে তাঁকে আরসিবির বিরুদ্ধে খেলানো হয়নি।
দেশে ফিরলেন রাবাদা
গুজরাট ফ্র্যাঞ্চাইজির তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘Gujarat Titans-এর প্রথম দুটি ম্যাচে খেলা কাজিসো রাবাদা ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গেছেন।’ এক্ষেত্রে তিনি কবে মাঠে ফিরবেন বা দলের সঙ্গে যোগ দেবেন, বা কি ধরণেই ব্যক্তিগত সমস্যা সে ব্য়াপারে এখনও কিছুই জানা♕ য𓃲ায়নি। গুজরাট আরসিবিকে গতকাল হারালেও তাঁদের বোলিংয়ে রাবাদাকে অত্যন্ত দরকার।
আরসিবির বিরুদ্ধে খেলেননি রাবাদা
বুধবার চিন্নাস্বামীতে আরসিবি ম্যাচের আগেই গুজরাটের অধিনায়ক শুভমান গিল জানিয়ে ছিলেন যে রাবাদা ব্যক্তিগত কারণে RCB-এর বিরুদ্ধে খেলার একাদশে ছিলেন না। দক্ষিণ আফ্রিকার এই পেসার পঞ্জব এবং মুম্বইয়ের বিরুদ্ধে খেললেও দুই ম্যাচেরই ৪০র ওপর রান দিয়েছিলেন, কিন্তু সিরাজ ছন্দে ফেরায় অপর এন্ড থেক♓ে সাপোর্ট করার এক ভালো পেসারও তো চাই। তাই গুজরাট চাইবে যত দ🍨্রুত সম্ভব রাবাদা দলে ফিরুন।
বিকল্প হিসেবে হাতে রয়েছে কোয়েটজি-আর্শাদ
রাবাদার পরিবর্তে আরসিবি ম্যাচে আর্শাদ খানকে শেষ মূহূর্তে দলে নেওয়া হয়েছিল। তিনি বিরাট কোহলিকে আউটও করেছিলেন। রাবাদা যদি দ্রুত দলের সঙ্গে যোগ দিতে না পারেন, সেক্ষেত্রে তাঁর পরিবর্তে প্ꦕরথম একাদশে দেখা যেতে পারে আরেক প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েট💧জিকে। তাঁকে গত নভেম্বরে নিলামে ২.৪ কোটি টাকায় দলে নেয় গুজরাট, এছআড়াও তাঁদের কাছে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জনাতও রয়েছেন।
রবিবার সামনে হায়দরাবাদ
গুজরাট এখন পর্যন্ত তিনটি খেলায় দুটিতে জিতেছে। মুম্বই এবং আরসিবির বিরুদ্ধে পরপর দুই ম্꧒যাচে তাঁরা জিতেছে। পঞ্জাবের বিরুদ্ধে তাঁদের হারের মুখ দেখতে হয়েছিল। জোস বাটলার, শুভমন গিলদের পরবর্তী ম্যাচ রবিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হেড, ক্লাসেন, অভিষেক, কিষানদের রুখতে অবশ্য GT (Gujarat Titans) এর নিঃসন্দেহে দরকার পড়বে ভালো বোলিং অ্যাটাক, তা বলাই বাহুল্য।