꧋ আজ ১৫ অগস্ট, ৭৭তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে চলছে উদযাপন। তবে শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও দেশের স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসী ভারতীয়রা। তেমনই যুক্তরাজ্যের লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপনে এক বিরল নির্দশন রাখলেন প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা। শত্রুতা ভুলে সঙ্গীতই মিলিয়ে দিল তাঁদের।
♋প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান তাঁদের স্বাধীনতা দিবস উদযাপন করে মাত্র একদিনের ব্যবধানে। ভারতে স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ অগস্ট, আর পাকিস্তানে ঠিক তার আগের দিন ১৪ অগস্ট। আর সেই উদযাপনেই দুই দেশের বাসিন্দারাই মাতলেন এ আর রহমানের 'জয় হো' গানে। প্রসঙ্গত 'জয় হো' হল রহমানের অস্কার জয়ী ছবি স্লামডগ মিলিয়নিয়ার এর গান। লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে ভিশ নামে এক সঙ্গীতশিল্পীকে গাইতে শোনা গেল গানটি, তাঁর সঙ্গেই গলা মেলালেন ভারতীয়, পাকিস্তানিরা। একই সঙ্গে 'তেরি মিট্টি মে', 'মা তুঝে সলাম' গানটিও গাইতে শোনা গেল তাঁদের। সেখানে একসঙ্গেই উড়ল ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের পতাকা।
🍸ইউকেতে এই মুহূর্তে যেখানে সংখ্যালঘু এবং অভিবাসীদের লক্ষ্য করে অনেকেই সহিংস আক্রমণ করছেন। দাঙ্গা চলছে, সেখানে ভিশ নামে এই সঙ্গীতশিল্পী মাইক্রোফোন হাতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সকলকে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছিলেন। প্রধানত সাদা পোশাক পরে ভারত, পাকিস্তান এবং যুক্তরাজ্যের পতাকা পতাকা হাতে নেমেছিলেন বহু জনতা।