গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল (Ind♑ian Iꦕdol)-এর ১৫তম সিজনের গ্র্যান্ড ফিনালে এই সপ্তাহান্তে সম্প্রচারিত হবে। এর একটি প্রোমোতে দেখা গিয়েছে, ১৯ বছর বয়সী প্রতিযোগী স্নেহা শঙ্কর টি-সিরিজের এমডি ভূষণ কুমারের কাছ থেকে পেলেন বড় প্রস্তাব।
প্রসঙ্গত, স্নেহা শঙ্কর 🎐হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাম শঙ্করের কন্যা এবং শঙ্কর-শম্ভু জুটির বিখ্যাত সুফি গায়ক শঙ্করের নাতনি। ‘হনুমান: দ্য দামদর’, ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টস্ট’-এর মতো সিনেমাতে গান গেয়েছেন স্নেহা ইতিমধ্যেই। সঙ্গে হিন্দি সিরিয়াল মেরি দুর্গা’র টইটেল ট্র্যাকও রেক𓆏র্ড করেছিলেন তিনি।
স্নেহা শঙ্করকে টি-সিরিজের চুক্তি
সোনি টিভির ইন্ডিয়ান আইডল ১৫-এর সর্বশেষ প্রোমোতে দেখা যায় যে, ভূষণ কুমর ভিডিয়ো কলের মাধ্যমে মিউজিক রিয়েলিটি শো-র 💃সমস্ত প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সকল প্রতিযোগীর প্রশংসা তো করেনই, তবে বিশেষভাবে নাম নেন স্নেহা শঙ্করের। এমনকী দেশের অন্য়তম নামি এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাবও দেন।
ভূষণ কুমারকে বলতে 🐽শোনা যায়, ‘বিশেষ উল্লেখ স্নেহা শঙ্করের জন্য। এই সিজনে প্রতিটা গান যেন আপജনি হৃদয় দিয়ে গেয়েছেন। আর আপনার সব ক'টি পারফরমেন্স আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে।’
‘আপনি এই ইন্ডাস্ট্রির অনেক কিংবদন্তির গান গেয়েছেন। আপনার আবেগ, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে, আমি আপনাকে টি-সিরিজের সঙ্গে চুক💮্তিতে আসার একটা প্রস্তাব দিতে চাই। টি-সিরিজ পরিবারে আপনাকে সไ্বাগতম।’, আরও বলেন ভূষণ কুমার।
চ্যানেলের তরফে ইনস্টাগ্রামে প্রোমোটি পোস্ট ক🥂রেছে এবং স্নেহাকে অভিনন্দন জানিয়েছে, ‘অভিনন্দন স্নেহা, আমরা বিশ্বাস করি এটা একদিন হবে। দেখুন ইন্ডিয়ান আইডল’।
স্নেহা ও টি সিরিজের চুক্তিতে নেটিজেনদের প্রতিক্রিয়া
স্নেহা শঙ্করের এই জয়ে অভিভূত নেটিজেনরা। একজন লেখেন, ‘ওয়াও! সমস্ত ভালো জিনিস ডিজার্ভ করো তুমি’। আরღেকজন লেখেন, ‘খুব ভালো। নিঃসন্দেহে স্নেহা শঙ্কর বেস্ট।’ তৃতীয়জন লিখলেন, ‘ফাইনালের ফলাফল যা-ই আসুক, আমার জন্য স্নেহা শঙ্করই সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেরা’।
তবে অনেকেই আবার দবি করেন, বাবা-দাদু এবং পরিবারের নাম ভাঙিয়ে, এই সুযোগ পেয়েছেন স্নেহা। একজন লেখেন, ‘স্নেহা কখনোই ভার❀্সেটাইল সিংগার নয়। বাবার নাম ব্যবহার করে এরকম সুযোগ অনেকেই 𝐆পায়’। অপরজন লেখেন, ‘এই মেয়েটা বহুদিন ধরে বলিউডে কাজ করছে।’
ইন্ডিয়ান আইডল ১৫-র ফাইনাল সম্পর্কে
ইন্ডিয়ান আইডল হল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ফ্ল্যাগশিপের রিয়েলিটি শো,𒀰 যার এই পর্যন্ত ১৫টি সিজন সম্প্রচারিত হয়েছে। এই সিজনের বিচারকরা হলেন শ্রেয়া ঘোষা𝓰ল, বাদশা এবং বিশাল দাদলানি। আদিত্য নারায়ণ শোটি উপস্থাপনা করছেন। ফাইনালে, অর্থাৎ ৫-৬ এপ্রিল বলিউডের সোনালি যুগ উদযাপন করার জন্য ‘দ্য গ্র্যান্ডেস্ট ৯০'স নাইট’ থিম থাকবে।
স্নেহা, শুভজি🍃ৎ চক্রবর্তী, চৈতন্য দেবাদে (মাউলি), 🐭প্রিয়ংশু দত্ত, মানসী ঘোষ এবং অনিরুদ্ধ সুস্বরাম ফাইনালে পৌঁছেছে এবং তাদের মধ্যে একজন শিরোপা জিতবে। ফাইনালটি এই শনিবার এবং রবিবার রাত ৮:৩০ টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এবং Sony LIV-এ সম্প্রচারিত হবে।