কোনোদিনই রাখঢাক করে কথা বলার পাত্রী নন বলিউড অভিনেত্রী নীন গুপ্তা। বরং, নিজের মনের কথা প্রকাশ করতে ভাবেন না একবারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে কথা বললেন অভিনেত্রী। সেখানে তিনি জানান যে, সেক্স ওভাররেটেড এবং ভারতের ৯৫ শতাংশ মহিলা জানেন না যে যৌনতা আনন্দের জন্য। এই সাক্ষাৎকারে নীনাকে তাঁর ব🐻য়স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি পেশাগত কারণে তাঁর বয়স প্রকাশ করতে ౠঅস্বীকার করেন।
নীনা বলেন, ‘ওই মহিলারা মনে করেন, যৌনতার উদ্দেশ্য হল পুরুষকে খুশি করা এবং সন্তান নেওয়া। খুব কম সংখꦯ্যক মহিলা বꦅুঝতে পেরেছেন যে যৌনতা সকল পক্ষের জন্য উপভোগ্য হতে পারে। বেশিরভাগের জন্য, এটি মোটেও আনন্দের বিষয় নয়। তাই এটি খুব ওভাররেটেড।’
আরও পড়ুন: ‘সেভেন সিস্টার দখল করতে চান যে দেশের…’মোদী-ই𓃲উনুস বৈঠকে কটাক্ষের সুরে কী লিখলেন তসলিমা?
এমনকী নীনা যৌনতা নিয়ে মানুষের মনে এই ধরণা তৈরি হওয়া নিয়ে অনেকাংশে দাবি করেন বলিউডকেই। বলেন, ‘সিনেমায় কী দেখাত? যদি তুমি একজন নারী হও, তা💃হলে তোমার জীবনের অন্যতম কাজ হল একজন পুরুষ খুঁজে বের করা। অনেকদিন ধরেই আমি ভাবতাম, চুমু খেলেই বুঝি প্রেগন্যান্ট হয়ে যাব। আমি আক্ষরিক অর্থেই এটাকে সত্যি বলে মনে করতাম। কারণ সিনেমাগুলি তো আমাদের এটাই দেখানো হয়েছিল।’
আরও পড়ুন: বাচ্চাকে খাওয়ানো নিয়ে বচসা, গৃহকর্মীকে মারধরের অভিযোগে কী বলছেন পরীমনি? ঠিক🍸 🅰কী ঘটেছিল?
পুরুষরাও ভুল শিক্ষা পেয়েছে বলিউড থেকে, মনে করেন নীনা। বলেনꦑ, ‘ওরা শিখেছে যে ওরা বস। এখনও, বেশিরভাগ সিনেমাতে এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।’
নীনা গুপ্তাকে তাঁর বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এই সাক্ষাৎকারে। সেই প্রশ্নের উত্তরে তিন♌ি বলেন, ‘আমি কখনই তা বলব না। কেন জানেন? কারণ আমার বয়সের তুলনায় আমাকে অনেক তরুণ দেখায়। যদি আমি আমার বয়স প্রকাশ করি, আমি ইতিমধ্যে বয়স্ক মহিলাদের ভূমিকা পাচ্ছি - আমি জানি না পরে আমাকে কোন ভূমিকায় প্রস্তাব দেওয়া হবে। আমি কিছুই পাব না। তাই পেশাগত কারণে বলব না।’