সম্প্রতি, ইন্ডিয়ান আইডল খ্যাত ফরমানি নাজ নিজের ইউটি🎉উব চ্যানেলে 'হর হর শম্ভু' নামে একটি গান আপলোড করেন। তবে এই গানের কারণে🎃 মুসলিম উলেমাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, নেট-নাগরিকদের একটা অংশ তাঁকে আক্রমণ করে। এবার সব বিতর্কে জবাব দিতে দেখা গেল তাঁকে।
আসলে, বিখ্যাত ইউটিউবার ও গায়ক ফরমানি নাজ সম্প্রতি তার শ্রোতাদের জন্য শিব ভজন 'হর হর শম্ভু' গেয়েছেন। পরে এ নিয়ে বিরোধ দেখা দেয়। এতে দেওবন্দের উলেমারা ক্ষিপ্ত হন। মুসলিম সংগঠনটি গায়কের 'হর হর শম্ভু' গানটিকে 'ইসলাম বিরোধী' বলে🀅 বর্ণনা করেছে। তবে চুপ থাকেননি ফরমানিও। Aaj Tak এর সাথে কথোপকথনে, তিনি একটি উপযুক্ত জবাব দিয়েছেন--
ফরমানি নাজ জানান, ‘এখনও পর্যন্ত বাড়িতে এসে কেউ আমাকে গান গাইতে বাধা দেয়নি। শুধু কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছে। নিজের মেধার জেরে গান গেয়ে এগিয়ে যাচ্ছি আমি। কখনও কোনও ধর্মকে অবমাননা করিনি। বিয়ের পর একটি ছেলের জন্ম হয়। ছেলের অসুস্থ ছিল, তার পরে স্বামী এবং শ্বশুরবাড়ি আমকে ছেড়ে দেয়। স্বামী আমাকে তালাক না দিয়ে আবার বিয়ে করেছে। এ নিয়ে আমার মধ্যে যে কষ্ট তা কিন্তু কেউ বুঝতে পারেনি।’ আরও পড়ুন: কেন 𝓰বাংলা ছবি দেখতে দর্শক এখন আসছেন না হলে, বিতর্কিত প্রশ্নে জবাব গৌরবের
তিনি আরও বলেন, ‘এতে তো কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। মানুষ আমার গান পছন্দ করছে। সন্তানের ভবিষ্যতের জন্যই সবটা করছি। সরকারের উচিত এমন পদক্ষেপ নেওয়া, যা আমার সঙ্গে হয়েছে অন্য কারও সঙ্গে যেন না ঘটে। শিল্পীর কোনও ধর্ম নেই।’ আরও পড়ুন:‘লাল সিং চꦦাড্ডা’ আর ‘পিকে’-র মধ্যে একটা বড় মিল আছে, নিজের মুখে মেনে নিলেন আমির
উলেমারা ফরমানি-র গাওয়া এই গান নিয়ে মন্তব্🌊য করেন, 'এই ধরনের গান' গাওয়া ইসলামে 'হারাম'। তিনি বলেন, বিশেষ করে নারীরা যারা নিজেদেরকে মুসলিম মনে 💜করেন তারা যেন এ ধরনের গান গাওয়া থেকে দূরে থাকেন।
কানওয়ার যাত্রা উপলক্ষে এই গান গেয়েছেন ফরমানি। ২০২০ সালে তিনি অংশ নেন গানের এই রিয়েলিটি শো-তে। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় তিনি। যে কোনও গানই মন ক𒁏েড়ে নেয় দর্শকদের। মুজাফফরনগরের মেয়ে তিনি। যদিও তাঁর জনপ্রিয়তা শুধু নিজ শহর🙈েই সীমাবদ্ধ নয়, ইউটিউবে তার লাখ লাখ ভক্ত রয়েছে। তিনি ইন্ডিয়ান আইডল সিজন ১২-র প্রতিযোগী ছিলেন।