ফে♋লুদা জট কাটার খবর মিলেছিল আগেই। এবার গোটা টিম নিয়ে হাসিমুখে ধরা দিলেন পরিচালক সন্দীপ রায় শহরের এক রোস্তোরাঁয়। ‘হত্যাপুরী’র ফেলুদা হয়ে খাদির পাঞ্জাবিতে সাজলেন ইন্দ্রনীল সেনগুপ্তও। আর সঙ্গে উপস্থিত সকলকে জানালেন, এখন ঝরঝরে বাংলা ജবলতে শেখাটাই তাঁর প্রধান মোটো হতে চলেছে।
শ্যাডো ফিল্মসের প্রযোজনায় সন্দীপ রায়ের পরিচালনায় নির্ধারিত সময় বড় পর্দায় আসবে ফেলুদা সিনেমা ‘হত্যাপুরী’। প্রথমে এসভিএফের সঙ্গে ছবি নিয়ে কথা হয়েছিল। তারপর কে হবে ফেলুদা এই নিয়ে ঝামেলা লাগলে সরে আসেন সন্দীপ। 𒁃আরও পড়ুন: ‘কাস্টিং ঠিক করবেন পরিচালক’, ‘হত্যাপুরী’র 🐻পোস্টার লঞ্চে বিতর্ক নিয়ে অকপট সন্দীপ রায়
বুধবার ফেলুদা লুকেই দেখা দিলেন ইন্দ্রনীল। কীভাবে নিজেকে প্রস্তুত করছেন ফেলুদার জন্য জানতে চাওয়া হলে একগাল হেসে জানান, মাঝে ধুমপান ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু ফেলুꦜদার ভূমিকায় অভিনয়ের অফার সামনে আসতেই পরিকল্পনা বাতিল। কারণ, ফেলুদাও যে সিগারেট খেতেন। সঙ্গে ইন্দ্রনীল আরও জানালেন, ‘এই চরিত্রটার জন্য আমাকে বাংলা শিখতে হচ্ছে। প্রবাসে থাকার কারণে বাংলা বলার অভ্যেসটা অনেকদিন নেই। ইংরেজিতেই বই পড়ি, ইংরেজিতেই ভাবি। তবে এখন বাংলা ভাষাকে আয়ত্তে আনার চে♓ষ্টা করছি। ইংরেজিতে বই পড়াও কমিয়ে দিয়েছি।’ সঙ্গে এখন যে তিনি ‘গড়গড় করে বাংলা’ বলতে চান, সেটাও জানিয়ে দেন।
কাস্টিং নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খোলেন সন্দীপ রায়-ও। বলেন, ‘ছবির পরিচালকই ঠিক করবে কাস্টিং কী হবে’! প্রসঙ্গত🎐, সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’তে জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে। তোপসের ভূমিকায় থাকছেন আয়ুশ🧸।