দু'জন ভারতীয় ক্রিকেটের দুই আইকন। আন্তর্জাতিক ক্রিকেটকে একজন আগেই বিদায় জানিয়েছেন, অন্যজন কেরিয়ারের শেষ লগ্নে। আইপিএলের মাঠেও হয়ত আর দেখা যাবে না তাঁদের দ্বৈরথ! কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির। আজই হয়ত ফাইনাল শোডাউন! আরও পড়ুন-‘ভালোবাসার ক্ষমতা কমে যাচ্ছে…’, ডিভোর্স চর্চার মাঝেই কেন এ ক𝐆থা বললেন অনির্বাণ?
শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের মেগা ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই🐲 সুপার কিংস। এটা ডু-অর-ডাই ম্যাচ ধোনি শিবিরের, অন্যদিকে প্লে-অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে বেঙ্গালুরুকেও ম্যাচ জিতেই হবে। ২২ গজে দক্ষিণের এই দুই দলের শক্রুতা নতুন নয়, আর সেই লড়াইটা শুরু থেকেই আবর্তিত হয়েছে কোহলি আর ধোনিকে ঘিরে। আজ চেন্নাই হারলে আর হয়ত ব্যাট হাতে ২২ গজে দেখা যাবে না মাহিকে। সেই আবেগ ঘিরে রয়েছে শুধু চেন্নাই নয়, আপামর ক্রিকেটপ্রেমীকেই। তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো।
চেন্নাই প্লে-অফের লড়াইকে টিকে গেলেও কোহলি বনাম ধোনি, এটাই সম্ভবত শেষ ম্যাচ! তাঁদের এক ভক্ত এই ‘ফেয়ারওয়েল’-এ জুড়ে দিলেন অ🐽্যানিম্যাল টুইস্ট। গত বছরের ব্লকবাস্টার ছবি রণবীরের ‘অ্যানিম্যাল'। ছবির শেষ দৃশ্যে দাদা ববির সঙ্গে রণবীরের ফাইট সিকুয়েন্স গেঁথে আছে দর্শক মনে। ভিএফএক্সের সহায়তায় সুপার ইম্পোজ করে রণবীরের শরীরে বসানো হয়েছে বিরাটের মুখ, এবং ববির শরীরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ধোনির চেহারা।
প্রফেসর চিমস নামের এক এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এই ভিডিয়ো হু হু করে ভাইরাল। রীতಞিমতো ইমোশন্যাল ভক্তরা। ধোনি ফ্যানেরা অবশ্য বলছেন, লম্বা চুলের রণবীরের সঙ্গে বেশি খাপ খেতো ধোনির মুখ। তবে বিরাটকেও দারুণ মানিয়েছে লম্বা চুলে!
জানিয়ে রাখি, ১৬ বছরে ধোনির সঙ্গে একাধিকবার ড্রেসিংরুম ভাগাভাগি করার পর কোহলিও ম্যাচের আগে ইঙ্গিত দিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে এটাই তাঁর শেষ সুযোগ হতে পারে। কোহলি জানান, ‘সমর্থকদেরꦐ জন্য ভারতের যে কোনো স্টেডিয়ামে তাকে খেলতে দেখাটা অনেক বড় ব্যাপার। আমি আর ও আবার খেলছি, হয়তো শেষবারের মতো খেলছি…ভারতের হয়ে আমাদের কিছু দুর্দান্ত স্মৃতি রয়েছে, কিছু দুর্দান্ত পার্টনারশিপ রয়েছে, ভক্তদের জন্য আমাদের একসাথে দেখার জন্য এটি একটি দুর্দান্ত উপলক্ষ’।
যদিও ধোনি-কোহলির মহারণে ভিলেন হতে পারে বৃষ্টি। আবহওয়া তেমনই ইঙ🐷্গিত দিচ্ছে। যদ🐟িও কোটি কোটি ক্রিকেট ভক্তর প্রার্থনা বৃষ্টির ভ্রুকুটি নিপাত যাক অন্তত কয়েকঘন্টার জন্য।