অনন্ত রাধিকার বিয়ের আগে শিব শক্তি পুজোর আয়ো✨জন করেছিল আম্বানি পরিবার। সেখানে সংস্কৃত শ্লোক লেখা লেহেঙ্গা পরে তাক লাগিয়েছিলেন ইশা আম্বানি। তাঁর এই লেহেঙ্গাটি দিল্লি ভিন্টেজ কোম্পানি বানিয়েছে। কিন্তু জানেন কি এটা বানাতে কত সময় লেগেছে?
ইশা আম্বানির লেহেঙ্গা
গত বুধবার, ১০ জুলাই আম্বানিদের বাড়ি অ্যান্টিলায় শিব শক্তি পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানেই সংস্কৃত শ্লোক লেখা লেহেঙ্গা পরেছিলেন মুকেশ আম্বানির মেয়ে ই💧শা আম্বানি। এই লেহেঙ্গাতেই যেমন আধুনিকতার ছোঁয়া ছিল তে꧙মনই ছিল ভরপুর সাবেকিয়ানা।
এই লেহেঙ্গায় একটি গাছের জীবনকে তুলে ধরা হয়েছে। তার নিচে নন্দীকে বসে থাকতে🧸 দেখা যাচ্ছে। তার দুপাশে মন্দিরও দেখা যাচ্ছে। ইশার এই লেহেঙ্গায় ভরপুর জারদৌসি কাজ দেখা যাচ্ছে। এই লেহেঙ্গার সঙ্গে তিনি মানানসই গয়না পরেছিলেন। সঙ্গে খোঁপা করে তাতেও গয়না লাগিয়েছিলেন।
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই বিয়ে করবেন। আগামী শুক্রবার মুম্বইয়ꦺের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
ইতিমধ্যেই তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো ꦺসবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এবার পালা খালি বিয়ের। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করবেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া ব𒆙েশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও থাকবেন। জানা গিয়েছে শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করবেন। এছাড়া থাকবেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।
আরও পড়ুন: ꦇবউয়ের হাত ধরে অনন্ত-রাধিকার বিয়েতে এলেন রাজকুমার, সারা-অনন্যা-জ্যাকি সহ আর ꦆকারা উপস্থিত?