সিরিজ: যাহা বলিব সত্য বলিব
পরিচালক: চন্দ্রাশিস রায়
অভিনয়: মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়
প্ল্যাটফর্ম: হইচই
রেটিং: ৪.১/৫
হিন্দিতে একটার পর একটা দুর্দান্ত কোর্টরুম ড্রামা হয়ে চলেছে। গত বছর সির্ফ এক বান্দা কাফি হ্যায় বা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের মতো ছবি হয়েছে। ছবিগুলো দেখে অনেক সময়ই মনে হয়েছে বাংলায় রহস্য, সাহিত্য ভিত্তিক কাজের পাশাপাশি এমন যদি কিছু হতো, তাহলে কেমন হতো? বছর ঘুরতেই চন্দ্রাশিস রায়ের যাহা বলিব সত্য বলিব সেটা পূরণ করﷺল। একেবারে নিপাট, ছিমছাম অথচ সুন্দর একটি কোর্টরুম ড্রামা। রয়েছে পরতে পরতে টুইস্ট।𝄹 কিন্তু কেমন লাগল মিমি-টোটার সংঘাত?
গল্প কী যাহা বলিব সত্য বলিবর?
কলকাতার বুকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনাকেই তুলে আনা হয়েছে এই সিরিজে। বর্ষশেষের রাতে একটি মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দেন একজন পুলিশকর্মী। আইসি তাপস সাহা। অভিযুক্ত? সেও পুলিশকর্মীরা। অর্থাৎ পুলিশকর্মী ভার্সেস পুলিশকর্মীর কেসে মুখোমুখি দাঁড়ালেন পোড়খাওয়া উকিল জয়রাজ সিনহা থুড়ি সিংহ এবং প্রায় নবাগতা পৃথা রায়। সত্য আছে কিন্তু প্রমাণ নেই, সত্য মিথ্যে মিলেমিশে একাকার,🙈 এমন অবস্থায় জিতবে কে? কোন পথে ন্যায় বিচার পাবেন মৃত আইসি তাপস সাহা? সেটাই দেখাবে যাহা বলিব সত্য বলিব। সঙ্গে আছে ভরপুর টুইস্ট, ইমোশনাল টাচ।
আরও পড়ুন: 'মনে হবে যেন থাই স্পা...' নিম ফুলের ম🎶ধুর গ্রিনর꧙ুমে কী কী চলে ফাঁস দিদি নম্বর ১-এ! কী জানালেন মানসী
আরও পড়ুন: জাহ্নবীর 'সব বিউটি স্♒পট' দেখার আবদারꦏ বলি তারকার! করণের কফির আড্ডায় এসে কী বললেন শ্রীদেবী কন্যা?