🔴 কিছুদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ডাইনি সিরিজ। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীকে। সম্প্রতি এই ওয়েব সিরিজ দেখে সেটাকে কটাক্ষ করেন রোজগেরে গিন্নি খ্যাত পরমা বন্দ্যোপাধ্যায়। জানান এই সিরিজ নাকি যাত্রা টাইপ। এরপরই কড়া জবাব দিলেন যাত্রাশিল্পীরা।
আরও পড়ুন: 🌟'গণতান্ত্রিকভাবে ধাপে ধাপে শিল্পীকে খুন করার পদ্ধতি', বিতর্কের আগুনে ঘি! ফের বিস্ফোরক পোস্ট কুণালের
পরমার পোস্টের জবাবে কী লিখেছেন যাত্রাশিল্পীরা?
𒁃এদিন যাত্রাশিল্পী কাকলি চৌধুরী পরমা বন্দ্যোপাধ্যায়ের কথার বিরোধিতা করেছেন। তিনি তাঁর পোস্টে লেখেন, ' রোজগেরে গিন্নির সঞ্চালক শ্রদ্ধেয়া পরমা বন্দ্যোপাধ্যায়। উনি ওয়েব সিরিজ ডাইনির রিভিউ লিখতে গিয়ে সেটা অতি জঘন্য হয়েছে, দেখা যায় না, হইচই সাবস্ক্রাইব করতে নিষেধ করেছেন মানুষজনকে। কেন? কারণ এটা খারাপ সিরিজ। একদম যাত্রা টাইপের এটাও বলে ফেললেন। যাত্রা মায়ের প্রচুর সন্তান আছেন যাঁরা মায়ের এই অপমান মেনে নেন না। ভবিষ্যতে সাবধানে কলম চালাবেন।'
ꦜ তিনি এদিন আরও লেখেন, 'জীবনের অধিকাংশ সময়টা ঠান্ডা ঘরে কাটিয়ে দেওয়া মানুষ আপনি। আপনি যাত্রার কী বোঝেন? যাত্রার কষ্টের ব্যাপারে কী জানেন? হিম্মত আছে ৩ ঘণ্টা শুকনো কাঠের স্টেজের উপর অভিনয় করে খোলা আকাশের নিচে, ভিজে মাটিতে, ধানের গোঁজের উপর শুধু গান না, অভিনয়ের সঙ্গে নাচ গান করে দর্শক বসিয়ে রাখার? তাই ভেবে কলম ধরুন। আপনি যাত্রাকে অসম্মান না করলে আপনার পোস্টে কমেন্টস করার কোনও রুচু ছিল না আমার।'
🅷 কাকলির এই পোস্ট শেয়ার করেন আরও এক যাত্রাশিল্পী। তিনি লেখেন, 'পরমা বন্দ্যোপাধ্যায় অপ্রত্যাশিতভাবে একটা অবাঞ্ছিত কথা লিখলেন আর কাকলি চৌধুরী প্রত্যাশিতভাবেই একজন শিল্পীর তাঁর শিল্পের প্রতি দায়বদ্ধতা পালন করলেন। পরমা ম্যাডামের কথাটা অপ্রত্যাশিত বললাম কারণ উনি নিজেও একজন শিল্পী। একটা কথাই বলতে চাই পরমা দিদিকে, আপনি হয়তো সম্প্রতি কোনও যাত্রা দেখার সুযোগ পাননি কিন্তু আমি বেশ কয়েকটা নতুন পালা দেখেছি। আপনি সম্ভব হলে কাকলি-অনল জুটির কোনও একটা যাত্রা দেখবেন দয়া করে। ওঁরা যাত্রাশিল্প শুধু নয়, অভিনয়শিল্পের কিংবদন্তি। এছাড়াও আপনার কোনও কন্টেন্ট খারাপ লাগতেই পারে এবং আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় লিখতেও পারেন। কিন্তু একটা প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করতে বারণ করতে পারেন না বোধহয়! বহু মানুষের ভাল লেগেছে সিরিজটা। তাহলে? আর কাকলিদিকে বলব, অনেক ভালবাসা আর শ্রদ্ধা রইল। যাত্রার পাশে, তোমাদের পাশে সবসময় আছি।'
আরও পড়ুন: 💞৩ দিনে বিশ্বজুড়ে ১৫০ কোটির দোরগোড়ায় সিকান্দর! মঙ্গলবার ভারতে কত আয় করল সলমনের ছবি?
কী লিখেছিলেন পরম বন্দ্যোপাধ্যায়?
ܫপরমা বন্দ্যোপাধ্যায় ডাইনির রিভিউ লিখতে গিয়ে লেখেন, 'হইচই অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে । ডাইনি সিরিজের ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের ওভার হাইপ ও প্রশংসা শুনে আমিও চারশ নিরানব্বই টাকার বোকা বনে গেলাম। মেরেকেটে এপিসোড তিনটে অবধি অতি কষ্টে, তারপর ব্যাস! আর না! ঝমঝম মিউজিক দিয়ে একটা সিনকে অযথা টেনে টেনে কি করে লম্বা করতে হয়, সেটা সিরিয়াল আমাদের বুঝিয়ে দিয়েছে। দু একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁট টা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়াল এর পুপে ছিলেন , আমরা এর আদাতে মুগ্ধ হতাম, ভাবতে কেমন লাগে! সিরিজটা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগল। যাত্রা টাইপ। সামাজিক পালা। যাদের হইচইয়ের সাবস্ক্রিপশন ফুরিয়েছে , ফাঁদে পড়ে এটা দেখার জন্য একটি পয়সা ও খরচ করবেন না। টোটাল waste of money।'