বলিউডের অন্যতম নামজাদা জুটি জাভেদ আখতার ও শাবানা আজমি। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন তাঁরা। ১৯৮৪ সালের ৯ই ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে। শোনা যায়, আলাদা থাকলেও তখনও হানি ইরানির সঙ্গে বিচ্ছেদ হয়নি জাভেদের। দুই সন্তান (ফারহান-জোয়া), স্ত্রী হানি ইরানির সঙ্গে ১২ বছরের দাম্পত্য ভুলে নতুন সংসার পেতেছিলেন চিত্রনাট্যকার, কাহিনীকার, কবি, গীতিকার জাভেদ আখতার। আরও পড়ুন-'আমার মতো বেহেড মাতালকে ও...' মদের নেশার জন্য 🌠ভেঙেছে প্রথম বিয়ে, জাভেদকে কী করে সামলেছিলেন🃏 শাবানা?
চার দশকের সফল দাম্পত্য দুজনের। এই বছরই একসঙ্গে পথচলার ৪০ বছর পূর্ণ করবেন জাভেদ-শাবানা। তাঁদের সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক অনেকের কাছেই উদাহরণ। তবে জানেন এই সফল বিয়ের কারণ হিসাবে কী ব্যাখ্যা দিয়ে♑ছেন শাবানা আজমি? বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘উনি বলেন আমাদের বিয়েটা সফল কারণ আমাদের দুজনের দেখা-সাক্ষাৎ খুব কম হয়। দুজনে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, ভিন্ন দিকে ছুটে চলেছি সমানে’।
অভিনেত্রী আরও বলেন, তাঁ🔯দের দুজনের বেড়ে ওঠা একই পরℱিবেশে। তাঁদের বাবারা উত্তরপ্রদেশের মানুষ এবং কবি। কমিউনিজমের আদর্শ নিয়ে বড় হয়েছে দুজনেই। সুতরাং তাঁদের সম্মন্ধ করে বিয়ে হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবটা একদম উলটো! ভালোবেসে বিবাহিত , দুই সন্তানের বাবা জাভেদের হাত ধরেছিলেন শাবনা, সেই হাতটা আজও শক্ত করে ধরে রয়েছেন তিনি।
জাভেদ আখতারের কথায়, ‘শাবানা আমার সবচেয়ে কাছের বন্ধ🍎ু ছিল। বিয়ের এত♍ বছর পরেও সেই বিষয়টা বদলায়নি। এটাই আমাদের হ্যাপি ম্যারেজের সিক্রেট’।