সম্প্রতি জাভেদ আখতারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তিনি যা বলেছেন, অনেকের ম🦩তেই সেটি ঘুর🍬িয়ে কৌতুকশিল্পী বা স্ট্যান্ডআপ কমেডিয়ানদের ‘কাব্যিক’ অপমান। ঠিক কী বলেছেন তিনি?
(আরও পড়ুন: একবছর নয়, দুইജ মাস অপেক্ষা করলেই ফের দুর্গাপুজো! হঠাৎ এমন কেন বললেন চালচিত্রর পরিচালক?)
(আরও পড়ুন: 'ওরা অনশনে, এদিকে...' সুদীপার বুটౠিকের জামদানি পরে বিজয়ার শুভেচ্ছা 'বিপ্লবী' চিকিৎসকের! কটাক্ষ কুণালের)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি কবি এবং চিত্রনাট্যকার জাভেদ সাহেবকে প্রশ্ন করেছেন, স্ট্যান্ডআপ কমেডি বা কৌতুকশিল্পে গালিগালাজের ব্যবহারটিꦇকে তিনি কীভাবে দেখেন। মানে, মানুষকে হাসানোর সময়ে গালিগালাজের বিষয়টিকে তিনি সমর্থন করেন কি না। এর উত্তরই বেশ কাব্যিক ভাষায় এই ধরনের ভাষার ব্যবহারের সমালোচনা করেছেন জাভেদ।
(আরও পড়ুন: 'ছ্যাবলামি করবেন না!' সম্পর্কে ঠকেছেন? প্রশ্ন শুনেই সাংবাদিককে কড়া ধম🌠ক কাজলের)
(আরও পড়ুন: এভিলিনের মৃত্যুর প෴র ফের কন্যা সন্তানের বাবা হয়েছেন কাবো, ছবির সঙ্গে নামও প্রকাশ্যে আনলেন নাকি?)
কী বলেছেন তꦦিনি? তাঁর বক্তব্য, পৃথিবীর যে প্রান্তেই মা🗹নুষ খুব গরিব, সেখানেই লঙ্কা খাওয়ার প্রবণতা বেশি। কারণ তাঁদের খাবার যেহেতু খুব একটা সুস্বাদু করার সুযোগ থাকে না, তাই তাঁরা তাতে লঙ্কা মেশান। যে কোনও ভাষাতেও গালিগালাজ হল লঙ্কার মতো। সেই ভাষায় যদি সুস্বাদ না থাকে, তাহলে সেটিকে আকর্ষণীয় করে তোলার জন্য এই ধরনের অপভাষা ব্যবহার করতে হয়।
(আরও পড়ুন: মৃত্যশয্যায় থাকা ‘দাদা’র জন্য ২ মিনিট সম🌃য় হল না শাহরুখের! আফসোস নিয়েই মৃত্যু এরিক 🌸ডিসুজার)
(আরও পড়ুন: 𒁏৮ বছরের আইনি লড়াইয়ের অবসಌান! ব্র্যাড পিটের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন অ্যাঞ্জেলিনা জোলি)
জাভেদ সাহেবের এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন, জাভেদ সাহেব ঘুরিয়ে আসলে এই ধরনের কৌতুকশিল্পীদের অপম𓂃ানই করেছেন। তাঁদেরই একজনের মত, ‘হ্যাঁ, উনি আমাদের অপমান করলেন, বেশ বুঝতে পারলাম। কিন্তু এমন কাব্যিক ভাষায় করলেন, সেটা শুনে যেমন রাগও হচ্ছে, তেমনই আনন্দও হচ্ছে।’
(আরও পড়ুন: ‘বꦯহুরূপী’র গানে জমিয়ে ভাসান ডান্স কৌশানীর𝐆! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে মাতলেন সিঁদুর খেলাতেও)
(আরও পড়ুন: বাবা সিদ্দিকির ൲ম্যাজিকেই ঘুচেছিল দূরত্ব! শাহরুখ সলমনকে এক করেও বলেছিলেন, 'সব আল্লাহ করেছেন, আমি না')
সব মিলিয়ে সোশ্যাল 🤡মিডিয়ায় আবার আলোচনার কেন্দ্রে এই প্রবীণ শিল্পী।