🍎 শোয়ের নাম ‘ঝলক দিখলা জা’। এই শোয়ের ১১তম সিজনে বিচারক হিসাবে দেখা যাচ্ছে মালাইকা অরোরা, আরশাদ ওয়ার্সি, ফারহা খানকে। আর বিশেষ অতিথি হিসাবে জাভেদ জাফরি ও সঞ্চালক গওহর খানকে দেখা যাচ্ছে। তবে শোয়ের শ্যুটিংয়ের পিছনে ঠিক কী কাণ্ড কারখানা চলছে তা এবার ফাঁস করেছেন ফারহা। সেখানে দেখা যাচ্ছে, আসলে যতই স্বাস্থ্য সচেতন হন না কেন, শ্যুটিংয়ের ফাঁকে কব্জি ডুবিয়ে খাচ্ছেন মালাইকা ফারহারা।
তা কী রয়েছে মেনুতে?
🎉ফারহা খানের মোবাইল ক্যামেরায় তোলা ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁদর খাবারের মেনুতে রয়েছে খাট্টা আলু (দই আলু), বেগুন ভাজা, কিমা, ভাত, ডাল এবং আরও অনেক ধরনের লোভনীয় খাবার। ভিডিয়োতে ফারহাকে বলতে শোনা যাচ্ছে, গওহর নিরামিষাশী তাই ওর জন্য বেগুন ভাজা আর আলু। আর জাভেদ জাফরির জন্য ভাত, ডাল, কিমা। এদিকে তখনই মালাইকাকে জিগ্গেস করেন, ‘আমার জন্য কী আছে?’ ফারাহ উত্তরে বলেন, ‘তোমার জন্যই তো সবকিছু।’ এদিকে মালাইকা এই কথার সঙ্গে যোগ করেন, ‘বোলো আর জন্য তোমার জন্য ভালোবাসা নিয়ে এসেছো। গওহর খান তখন বলেন, 'আমি বলতে যাচ্ছিলাম দিল, জিগার, নজর। এমনকি আমি তোমার জন্য আমার জীবন দিতে পারি।' ততক্ষণে মালাইকা অবশ্য আলু তুলে খেতে শুরু করে দিয়েছিলেন।
🐻আরও পড়ুন-সত্যিই কি ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর! বিবৃতিতে কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?
ꦍভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে ফারাহ খান লিখেছেন, ‘ঝলকের শ্যুটিংয়ের চারপাশে ঘুরছে… শুধুই খাবার!’ একজন ফারার পোস্টে প্রশ্ন করে, এগুলো শ্যুটিংয়ের খাবার নাকি বাড়ির? উত্তরে ফারহা লেখেন, ‘অবশ্যই বাড়ির খাবার’।
💫এদিকে কয়েকদিন আগেই ‘ঝলক দিখলা জা’র শ্যুটিংয়ে নিজের হাতে রান বিরিয়ানি বানিয়ে এনেছিলেন আরশাদ ওয়ার্সি। সেই খাবার দেখে আর অপেক্ষা না করে প্লেটে বিরিয়ানি খাওয়ার জন্য তুলে নেন ফারহা। যা দেখে আরশাদের দিকে চুমু ছুঁড়ে দেন মালাইকা। অন্যদিকে বিরিয়ানির কথা শুনে কারোর জন্য অপেক্ষআ না করে খাবার তুলে খেতে শুরু করেন ফারাহা খান। মালাইকা তাঁকে বলেন ‘অন্যদের খাবার কথা জিগ্গেস করলে না যে’। ফারহা উত্তরে বলেন, ‘পারলাম না.. বলেই বিরিয়ানি থেকে আলু আৎ ডিম, কিছুটা ভাত প্লেটে তুলে নিয়ে বলেন, আমি এই ডিম আর আলু বড়ই ভালোবাসি।’ মালাইকা মজা করে বলেন, ‘ও তুমি সিনিয়র তাই সবার আগে তুলে খেয়ে নিচ্ছো?’
📖এদিকে গত ৯ জানুয়ারি ফারহা খানের জন্মদিনেও মালাইকা অর্জুন কাপুরকে বলে, তাঁর বাড়ি থেকে নানান খাবার সেটে আনিয়েছিলেন। সেদিন মেনুতে ছিল রাজমা, মটন পোলাও সহ আরও অনেক খাবার। সেদিনও সকলে মিলে একসঙ্গে বসে খেয়েছিলেন তাঁরা।