সৃজিত মুখোপাধ্যায়ে𝓰র 'টেক্কা'র শ্যুটিং শেষ। এবার 'খাদান'-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুপাস্টার দেব। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হয়েছে 'খাদান'-এর। আর এই ছবিতেই গুরুত্বপূ্র্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। এদিকে যিশু আবার ২৩ ফেব্রুয়ারি থেকে CCL (সেলিব্রিটি ক্রিকেট লিগ) নিয়ে ব্যস্ত। কলকাতার দল ‘বেঙ্গল টাইগার্স’-এর অধিনায়ক তিনি। তাহলে যিশু 'খাদান'-এর শ্যুটিং করবেন কবে?
তবে জানেন কি 'খাদান'-এ কাজ করার জন্য দেবকে শর্ত দিয়েছিলেন যিশু। জানিয়েছিলেন, 'খাদান'-এর চিত্রনাট্য তাঁর পছন্দ হয়েছে। তবে CCL থেকে ছুটি পেলে তবেই তিনি 'খাদান'-এর শ্যুটিং করবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই মুহূর্তে বাংলার অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন যিশু। তবে বাংলা নয় তিনি এই মুহূর্ত দক্ষিণী ছবির কাজ নিয়েই ব্যস্ত। আনন্দবাজারকে যিশু সেনগুপ্ত বলেন , ‘CCL ছাড়াও আমার একটা তেলুগু ছবির শ্যুটিং চলছে। তবে দেব🅰 আমার প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যায়, তাই আমিও খাদানের জন্য রাজি হই।’
এদিকে CCL শুরুর আগেই 'খাদান' বেশকিছুটা শ্যুটিং করে ফেলেছেন যিশু। পাশাপাশি চলেছে তাঁর ক্রিকেট প্র্যাকটিস। এদিকে যিশু আনন্দবাজারকে জানিয়েছেন, CCL-এর মাঝেই সময় বের করে আবারও তিনদিন ছবির শ্যু♚টিং করবেন তিনি। সুতরাং, একদিন ক্রিকেট, অপরদিকে শ্যুটিং দুটোই ব্যালেন্স করে চলতে হবে যিশুকে।
প্রসঙ্গত, নতুন বছর শুরুর দিনই (১ জানুয়ারি) 'খাদান' ছবিটির কথা ঘোষণা করেছিলেন দেব। তারপর থেকে🌟ই শোনা যাচ্ছিল, যিশু নাকি দেবের 'খাদান'-এ কাজ করছেন। এরপর গত ২৭ জানুয়ারি ছবির ফার্স্ট লুক মোশন পোস্টার সামনে আনেন দেব। সেখানেই জল্পনা সত্যি করে প্রথম দেখা মিলেছিল যিশুর। কীর্তনিয়া বেশে দ📖েখা মেলে তাঁর। কাঁচা-পাকা চুল-দাড়িতে ধরা দেন তিনি, যিশুর পরনে ধুতি ও সাদা গেঞ্জি। গলায় ঝুলছে শ্রীখোল।
কথায় বলে, ‘ধৈর্য আর বীর্য যে ধরে রাখতে পারে সেই আসল পুরুষ!’ সেই জ্ঞানবাণীই আরও একবার শোনা গিয়েছিল যিশুর মুখে। যিশুকে বলতে শোনা যায়, শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য'।♓ এরপরেই ‘জয় গুরু’ বলে সজোরে হাসি হেসে ওঠেন যিশু। ঠিক তাꦉরপরই সমবেত কন্ঠে শোনা যায় ‘রাধে রাধে’র সুর। যিশুর সেই লুক শেয়ার করে দেব লিখেছিলেন, কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।'
অ🌊নুরাগীদের তাই অনুমান, খ🧸ুব সম্ভবত, দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন যিশু।