টলিপাড়ার অন্যতম সুরেলা জুটি লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য দুজনের। সঙ্গীতই বেঁধে দিয়েছিল জয়-লোপার সম্পর্ক। কোনও নিয়মের মধ্যে নিজেকে বাঁধতে স্বাচ্ছন্দ্য নন লোপামুদ্রা। তবুও বয়সে ছোট জয়ের বাজনা, মিউজিকাল সেন্সের প্রেমে পড়েছিলেন তিনি। একটা মঞ্চে লোপার সর্বক্ষণের সঙ্গী ছিলেন জয়। কিন্তু সেই নিময়ে ছেদ পড়েছে। আরও পড়ুন-‘চলো🌳,আরেকবার বিয়ে করি’, ২৩ বছর পর ফের প▨্রস্তাব লোপার, বউয়ের চেয়ে বয়সে কত ছোট জয় সরকার?
সম্প্রতি একসঙ্গে ইউরোপ ট্যুরে এই সুরেলা জুটি। না, বেড়াতে নয় গান গাইতেই ইংল্যান্ড থেকে জার্মানি। লন্ডন মহোৎসবে একসঙ্গে মঞ্চ মাতিয়েছেন তাঁরা। ২০০৭ সালের পর সেভাবে মঞ্চে একসঙ্গে দেখা মেলেনি দুজনের। কিন্তু গত বছর থেকে ফের একসঙ্গেꦦ দুজনে। দীর্ঘ সময় পর এই ফিরে আসা নিয়েই নস্টালজিয়ায় ভাসলেন জয় সরকার। ফেসবুকে নিজের মনের অনুভূতি ব্যক্ত করলেন সঙ্গীত পরিচালক।
তিনি লেখেন, 'লোপার সাথে মঞ্চে গিটার বাজানোটা একসময় আমার রোজকার কাজ ছিল। সেই সূত্রেই দুজনের পরিচয়, প্রেম এবং পরিণয়। মোটাম✃ুটি ১৯৯৭ থেকে ২০০৭ সাল অব্দি টানা বাজানোর পর আমি নিজের সঙ্গীত পরিচালনার কাজে ব্যস্ত হয়ে পড়ি, আর লোপাও বাধ্য হয় আমার বিকল্প খুঁজে নিতে। যদিও মাঝেমধ্যে ও বিপাকে পড়লে দৌড়ে যেতে হত। এরপরে হাতেগোনা মাত্র কয়েকবার সুযোগ হয়েছিল একসাথে পারফর্ম করার। কিন্তু আমরা প্রবলভাবে মিস করতাম একসাথে মঞ্চে থাকার সেই উত্তেজনা, ভালোলাগা, পারফরম্যান্স শেষে ভাগ করে নেওয়া করতালির আওয়াজ। আমি যেমন না তাকিয়ে বুঝতে পারতাম লোপা কোথায় দম নেবে, কোথায় শুরু করবে আর কোথায় শেষ করবে, লোপাও চোখ বুজে দেখতে পেত আমার হাতের গতিবিধি, পড়তে পারতো আমার শ্বাস-প্রশ্বাস, এতটাই গভীর রসায়ন ছিল দু'জনের মধ্যে'।'