বাংলা সঙ্গীত জগতের অতি পরিচিত নাম লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। দীর্ঘ ২৩ বছরের সংসার দুজনের। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন তাঁরা। কোনও নিয়মের মধ্যে নিজেকে বাঁধতে স্বাচ্ছন্দ্য নন লোপামুদ্রা। তবুও বয়সে ছোট জয়ের বাজনা, মিউজিকাল সেন্সের প্রেমে পড়েছিলেন তিনি। ൩আরও পড়ুন-উঠেছিল ডিভোর্সের জল্পনা! জয়ের নামে দাদাগিরিতে লোপামুদ্রা বললেন, 'আমি অন্য পুরুষের ঘনিষ্ঠ হই…’
ꩲইন্ডাস্ট্রির সিনিয়র লোপার গানের বড় ভক্ত জয়। একসঙ্গে কাজের সূত্রেই আলাপ, পরে দুজনে ঘর বাঁধেন। জয়-লোপার রসায়ন বরাবরই চোখ টানে। সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন দম্পতি। সেখানে দাম্পত্য জীবনের নানান কথা তুলে ধরেছেন।
🍌দুম করেই বিয়েটা করে ফেলেছিলেন তাঁরা। ঘটা করে অনুষ্ঠান করা হয়নি। সেই আক্ষেপ রয়ে গিয়েছে লোপার। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন গায়ক শতদল ও তনুজা নন্দী। সেই বিয়ের আসরে পৌঁছেছিলেন জয় সরকার, তবে কাজের চাপে হাজির হননি লোপামুদ্রা। সেই বিয়ের ছবি নিজের ফেসবুকের দেওয়ালে পোস্ট করেছিলেন লোপার গায়ক বর। সেখানে একফ্রমে দেখা গিয়েছে টলিউডের গানের জগতের একঝাঁক মানুষকে। ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল, শতরূপ, সোমলতা আচার্য, উজ্জয়িনীরা। আক্ষেপের সুরে বরের উদ্দেশ্য লোপা লেখন,‘চলো,আরেকবার বিয়ে করি, এরা কেউ আমাদের বিয়েতে আসেনি'।
🐼অনেকেই হয়ত জানেন না বয়সে লোপামুদ্রা মিত্রর চেয়ে ঠিক কতটা ছোট জয় সরকার। বউয়ের চেয়ে ৪ বছর ১১ মাসের ছোট জয়। এই ব্যাপারটা নিয়ে মাথাঘামান না দুজনের। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে লোপামুদ্রা জানিয়েছিলেন, ‘আমি যে ওর চেয়ে বয়সে বড় সেটা ও এনজয় করতে পারে না। আমি কিন্তু এনজয় করি। আসলে আমার তো বয়সই বাড়ে না। আর জয়কে দেখেই বাচ্চা লাগে, কিন্তু আসলে ও হদ্দ বুড়ো!’
♎কীভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা? জয় জানিয়েছেন, ‘তখন শো-এর খুব চাপ চলছিল। নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় ট্রেনে লোপা বলল, চলোটা বিয়ে করেনি। সেই মতো নিজের ডায়রি বার করে দেখল ২২ জানুয়ারি ডেটটা ফাঁকা রয়েছে। ওইদিন ওর কোনও শো নেই। আমারও ওইদিন কোনও অনুষ্ঠান ছিল না। বিয়েটা সেরে ফেললাম’। বিয়ের দিন সকালে গানের রেকর্ডিং করেছিলেন লোপা, জয় গিটারের ক্লাস নিয়েছিলেন। কোনও বাড়তি উচ্ছ্বাস, আয়োজন কিছুই ছিল না। সাদামাটা বিয়ে সারেন তাঁরা।
♋২৩ বছরের দাম্পত্যে লোপার কোন জিনসটা সবচেয়ে মুগ্ধ করেছে জয়কে? অকপটে স্বীকার করলেন, ‘মানুষ হিসাবে ও আমার চেয়েও ভালো। সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে’। সতর্ক সিদ্ধান্তে সন্তান নেননি দুজনে। গান নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান এই মিউজিক্যাল দম্পতি।