বুধবার গোটা দিন ছিল জামাইষষ্ঠী নিয়ে উন্মাদনা। যাতে সামিল হয়েছিল সাধারণ মানুষ থে🌠কে তারকারাও। সামাজিক মাধ্যম ছবিতে ভরিয়েছেন সেলেবরা। তবে এবারে জামাইষষ্ঠীর দিন জন্মদিন পরেছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপ🌞াধ্যায়ের। তবে এই বিশেষ দিনেই নিজেকে ‘অবাঞ্ছিত’ বলে ফেললেন তিনি।
আসলে জয়জিতের বিয়েতে বিশেষ মত ছিল না তাঁর শ্বশুরবাড়ির লোকের। ২০০৫ সালে বিয়ে করেন অভিনেতা। এমনিতেই রয়♓েছে বড় ভৌগলিক দূরত্ব। আসলে তাঁর শ্বশুরবাড়ি সুদূর জলপাইগুড়িতে। তাই দূরত্বের কারণে কোনও দিনই সেই ভাবে জামাইষষ্ঠী পালন করতে যেতে পারেননি।
আরও পড়ুন: এরকম শাশুড়িই তো চাই! মহা সমাদরে বউমা ষষ🍬্ঠী হল শ্রুতির, সোহাগ♓ স্বর্ণেন্দুর মায়ের
আর বর্তমানে শ্বশুরমশাই প্রয়াত হয়েছেন। শাশুড়িমা তাঁকে নিয়ে আদৌ কতটা খুশি,🌃 সেটাও স্পষ্ট নয় তাঁর কাছে। তবে আনন্দবাজারকে জানালেন, শাশুড়িমা কলকাতায় এলে ২৪ বছরের বিবাহিত জীবনে কয়েকবার হয়েছে খাওয়া-দাওয়া। ওই পর্যন্তই। তাই জামাইষষ্ঠী নিয়ে রাখেন না আলাদা করে কোনও উচ্ছ্বাস।
অভিনেতার কথায়, ‘আসলে আমি তো শ্বশুরবাড়িতে অবাঞ্ছিত জামাই। বিয়েতে তাঁদের বিশেষ একটা মত ছিল না। আমার ღশ্বশুরমশাই প্রয়াত হয়েছেন। শাশুড়ি আমাকে নিয়ে সন্তুষ্ট কি না, তা-ও জানি না।’
আরও পড়ুন: নেপোটিজম নিয়ে হয়েছিলেন𝓰 অপমান! কঙ্গনার চড় কাণ্ডে বড় সুযোগ পেলেন করণ জোহর
প্রসঙ্গত, জামাইষষ্ঠীর দিনই অর্থাৎ ১২ জুন ছিল জয়জিতের জন্মদিন। আর এই বিশেষ দিনে বাবাকে আদর ভরা শুভেচ্ছা জানায় জয়জিৎ-পুত্র যশজিৎ। সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে ওল্ড ম্যান। এতো তোমার আঠেরো বছরে পা দেওয়ার মতো…যা ছিল ঠিক বছর তিরিশ আগে। আই লাভ ইউ।’ অভিনেতা জানিয়েছিলেন, জন্মদিনের রাতে বাইরে খেতে যাওয়ার কথা ভাবছেন। ব্যস ওইটুকুই! আর কোন𒈔ও বিশেষ পরিকল্পনা নেই তাঁর।
আরও পড়ুন: ‘যেভাবে দিন দিন বিদ্বেষ…’, মোদীর মাথায় মুসলিমদের ফেজ টুপি দেখতে চান🐻 নাসিরুদ্দিন
গত বছর জুন মাসে ছড়িয়ে পড়েছিল জয়জিতের মৃত্যুর ভুয়ো খবর। যা অবাক করেছিল সকলকে। এরপর জয়জিৎ নিজেও তাঁর ফেসবুক পোস্টে সেই ভুয়ো খবর শেয়ার করেন। যেখানে দেখা যায় অভিনেতার ছ🐽বি। আর উপরে লেখা সেই ভুয়ো খবর, 'না ফেরার দেশে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা'। ক্যাপশানে জয়জিৎ লেখেন, ‘তাহলে কি আমি ভূত? এই খবর যে করেছে তাঁর🔯 ঘাড় মটকাবো আমি। আচ্ছা এটা দেখালে কি ইনশিয়োরেন্স গুলো ম্যাচিওর করবে?’