৬🌳৬ বছর পর আবারও বাংলার বড় পর্দায় আসছে রবি ঠাকুরের কাবুলিওয়ালা। তবুও এখনও এই নামটা শুনলে গল্পের বইয়ের পাতার সেই চরিত্♔রগুলোর সঙ্গে কাবুলিওয়ালার চরিত্রে ছবি বিশ্বাস এবং মিনির চরিত্রে শর্মিলা ঠাকুরের বোন টিঙ্কু ঠাকুরই অনেকের মনে থেকে গিয়েছেন। বাঙালির সঙ্গে যেন এঁরাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন। তবে এবার আবার নতুন করে সকলের মনে জায়গা করে নিতে আসছে সুমন ঘোষের কাবুলিওয়ালা। ছবি বিশ্বাসের জায়গায় এবার রহমতের চরিত্রে ধরা দেবেন মিঠুন চক্রবর্তী। মিনি হয়েছে মিঠাই ধারাবাহিকের অনুমেঘা কাহালি। কিন্তু কীভাবে দুই মুখ্য চরিত্রের জন্য তাঁদের বাছা হল? কাবুলিওয়ালা ছবির নেপথ্যের কাহিনি শোনাতে গিয়ে কী বললেন পরিচালক সুমন ঘোষ?
নোবেল চোর ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছꦰিলেন সুমন। সেটাই তাঁদের প্রথম ছবি ছিল। এবার আবার কাবুলিওয়ালায় একত্রিত হলেন তাঁরা। মিঠুনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে সুমন জানান, 'ছোটবেলায় মিঠুনের ফ্যান ছিলাম। তাই নোবেল চোর করার সময় ওঁর সঙ্গে কাজ করতে গিয়ে বিশেষ কমফর্টেবল ছিলাম না। তবে কাবুলিওয়ালা করতে গিয়ে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে যায় যা আখেরে এই ছবির ভালোর জন্যই কাজে লেগেছে। কাজটা সেই জন্যই আরও ভালো হয়েছে।'
আরও পড়ুন: মিঠুন ফেরালেন ছবি বিশ্বাসের স্মৃতি, প্রকাশ্যে কাবুলিওয়ালা🐼র ট্রেলার
আরও পড়ুন: 'মাল🅘্টিপ𓆉্লেক্স আসার পর আর স্টার তৈরি হয়নি', কাবুলিওয়ালা মুক্তির আগে বিস্ফোরক মিঠুন
অন্যদিকে অনুমেঘার প্রসঙ্গে সুমন জানান তাঁর মা নাকি এই শিশুশিল্পীকে থুড়ি তাঁর ছবির মিনিকে খুঁজে পেতে সাহায্য করেন। পরিচালকের কথায়, 'আমার মা ধারাবাহিকটি (মিঠাই) দেখত। মা তখন আমায় বলে যে বাচ্চাটি বেশ ভালো অভিনয় করে। অনেকের সঙ্গে ও-ও এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিল যেখানে দারুণ ভালো পারফর্ম করে। তবে আমি ওর মাকে স্পষ্ট বলে দিয়েছিলাম যে ওকে যেন জোর করে স্ক্রিপ্ট মুখস্থ না করানো হয়। ও যতটা নিজে থেকে করবে ততটাই ঠিক আছে। রোজ যেন নিজে স্বইচ্ছায় কাজে আসতে চায় সেটা দেখতে বলেছিলাম। আর ঠিক তাই হয়েছিল। এমনকি এখন প্রমোশনেও ও আমাদের সঙ্গেই থাকছে।' সুমন জানান সিরিয়ালে বাচ্চাদের দিয়ে꧃ যেভাবে অভিনয় করানো হয় সেটা তাঁর পছন্দ নয়। তাই অনুমেঘাকে দিয়ে এখানে একদম স্বতঃস্ফূর্ত অভিনয় করিয়েছেন তিনি। যদিও শুটিংয়ের আগে ওয়ার্কশপ করানো হয়েছে ছোট্ট মিনিকে।