উৎসব-পার্বণ কিংবা পারিবারিক অনুষ্ঠান, নিজের হোমটাউনে পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসেন কঙ্গনা রানাওয়াত। এবারও তার অন্যথা হল না। দিওয়ালি /দীপাবলি ম🍸ানালিতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই কাটালেন বলিপাড়ার 'কু💫ইন'। কীভাবে আলোর উৎসব কাটিয়েছেন, তার ঝলক অনুরাগীদের জন্য ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন কঙ্গনা।
ক🐲ঙ্গনা রানাওয়াতের পোস্ট করা ভিডিয়োতে তাঁকে গোলাপী রঙের ট্রাডিশনাল শাড়িতে মানালির বাড়ির বাগানে ফুল তুলতে দেখা যাচ্ছে। এরপর বাড়ির বাগানের সেই গাঁদা ফুল দিয়ে হাসি মুখে মালা গাঁথতেও দেখা যাচ্ছে 'কুইন'কে। অন্যদিকে সেসময় ফুল, আবির ও রং দিয়ে বাড়ির উঠানে রঙ্গোলি বানাচ্ছিলেন কঙ্গনার দিদি ও বউদিরা। আবার সেজেগুজে বাড়ির রান্নাঘরে ঢুকে দীপাবলি স্পেশাল রান্নার কাজেও হাত লাগাতে দেখা গেল কঙ্গনা ও দিদি রঙ্গোলি চান্দেলকে। এরপ🌳র সন্ধ্যেয় বাড়ির ঠাকুরঘরে দীপাবলির বিশেষ পুজোয় অংশ নেন কঙ্গনা ও তাঁর পরিবারের সমস্ত সদস্যরা।
আবার এদিন সন্ধ্যেয় গোটা বাড়ি নিজের হাতে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলতে দেখা যায় কঙ্গনাকে। সেসময় ঠাণ্ডা থেকে বাঁচতে শাড়ির উপর গায়ে জড়িয়ে নিয়েছিলেন চাদর। প্রাসাদোপম সেই গোটা বাড়ি সাজিয়ে তোলা হয়েছিল ছোট ছোট আলো দিয়ে কঙ্গনার খুদে বোনপো পৃথ্বীকে কে শীতের পোশাক পরে ফুলঝুরি জ্বালাতেও দেখা গেল। অন্যদജিকে তখন মায়ের কোলে দেখা গেল অভিনেত্রীর আদরের ভাইপো অশ্বত্থামা-কে। এছাড়াও তুবড়ি, চরকি সবই জ্বালানো হল। 'শুভ দিওয়ালি' ক্যাপশান দিয়ে ভিডিয়োটি পোস্ট করেছেন কঙ্গনা।
আরও পড়ুন-‘কৌশানি ও আমি আর প্রেমিক-প্রেমিকা নই’, বলছেন বনি! হঠাৎ ♏কী আবার হল?