সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সাংসদ, অভিনেতা কঙ্গনা রানাউত। প্রায়দিনই তিনি অনুরাগীদের নিজের জীবন নিয়ে আপডেট দিতে থাকেন। রবিবার কঙ্গনা রানাওয়াত এমন একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এই ভিডিওতে অভিনেত্রীকে ময়ূরের মতো নাচতে দেখা যায়। আবার কখনও তাঁকে আম পাড়তেও দেখা যায়। নিজের পোস্টের সঙ্গে প্রাণবন্ত জীবনের কথা বলেছেন কঙ্গনা।
ঠিক কী আছে কঙ্গনার ভিডিয়োতে?
কঙ্গনা রানাওয়াত যে ভিডিও শেয়ার করেছেন যেখানে এক সবুজে ঘেরা বাগানে একটি ময়ূরকে পেখম মেলে নাচতে দেখা যায়, যা দেখে তিনি নিজেই তার মতো করে নাচতে শুরু করেন। পরের ভিডিওতে তাঁকে একটি গাছ থেকে লাফিয়ে লাফিয়ে আম পেড়ে আনতে দেখা যায়। এই ভিডিয়োরই ক্যাপশানে অভিনেত্রী লেখেন, 'বেঁচে থাকার জন্য কেবল একটি জিনিসই প্রয়োজন আর তা হলো জীবন, আশা করি আমরা শুধু বাঁচব না বরং বেঁচে থাকব এবং প্রাণবন্তও থাকব।'
এই ভিডিওগুলি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘অ্যায়সে খিলখিলাতি আচ্ছে লাগতে হো’, অন্য একজন লিখেছেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, কারোর মন্তব্য, ‘আপনার হৃদয়ে আমার জন্যও একটা জায়গা আছে’, কেউ আবার কঙ্গনাকে ‘সুন্দর রানী’র তকমা দিয়েছেন। কারোর প্রশ্ন, ‘আপনার কাছে কত রঙ আছে?’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘আমরাও এভাবে লাফিয়ে লাফিয়ে লম্বা হই’।
প্রসঙ্গত, অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ হয়েছেন কঙ্গনা রানাওয়াত। ২০২৪ সালে তিনি নির্বাচনে জিতে নিজের রাজ্যের মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিছুদিন আগে 'ইমার্জেন্সি' ছবিতেও ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও কঙ্গনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
এছাড়াও, বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মানালিতে 'দ্য মাউন্টেন স্টোরি' নামে একটি ক্যাফে চালু করেছেন, যা তাঁর হিমাচলি সংস্কৃতির প্রতীক। কঙ্গনার সেই ক্যাফে থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যা ভাইরাল হয়ে যায়। তার ভিডিওতে ভক্তদের লাইক ও কমেন্টেপ বন্যা বয়ে যায়।
তবে এই মুহূর্তে কঙ্গনাকে নিয়ে সবথেকে বড় খবর, তিনি শীঘ্রই হলিউডেও পা রাখতে চলেছেন। তাঁকে ভৌতিক ছবি 'ব্লেসড বি দ্য ইভিল'-এ প্রধান চরিত্রে দেখা যাবে। তাঁর সেই ছবিতে সহ-অভিনেতা হিসেবে থাকবেন টাইলার পোসি এবং স্কারলেট রোজ স্ট্যালোন। অনুরাগ রুদ্র ছবিটি পরিচালনা করছেন, আর গাথা তিওয়ারি চিত্রনাট্য লিখেছেন। ছবিটির শুটিং হবে নিউ ইয়র্কে।