আবারও খবরের শিরোনামে কঙ্গনা রা🌄নাওয়াত। আর হবে নাই বা কেন! অবশেষে তিনি সরাসরি ভাবে রাজনীতিতে যোগ দিলেন যে। বিজেপির তরফে এবার তাঁকে লোকসভার টিকিট দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির হয়ে লড়বেন তিনি। এবার তিনি একটি সাক্ষাৎকারে জানালেন কেন তিনি রাজনীতিতে এসেছেন। সেখানে নিজেকে তারকা বলতেও ভুললেন না অভিনেত্রী।
বক্স অফিসে ছবির ভরাডুবি তাই রাজনীতিতে কঙ্গনা?
রাজনীতিতে কেন এসেছেন কঙ্গনা রানাওয়াত? বক্স অফিসে পরপর ফ্লপ, তাই কি এই সিদ্ধান্ত? এই প্রশ্ন উঠতেই বলিউ☂ডের কুইন টাইমস নাওকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'না, এরম কোনও ব্যাপার নেই। দুনিয়ায় এমন কোনও অভিনেতা নেই যাঁর সব ছবি হিট করেছে। শাহরুখ খানেরও কয়েক বছর কোনও ছবি চলেনি বক্স অফিসে তারপর আবার পাঠান হিট করল। আমারও ৭-৮ বছর মতো কোনও ছবি চলেনি। তারপর কুইন হিট করল। তারপর বেশ কিছু ছবি হিট কর✃ল। ৩-৪ বছর আগে মনিকর্নিকা চলল। এবার এমারজেন্সি আসছে। হতে পারে ওই ছবিটা হিট করে গেল।'
ওটিটি কোনও তারকা তৈরি করছে না, মত কঙ্গনার
এদিন এই সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত আরও জানান ওটিটি আসার পর আর কোনও তারকা তৈরি হয়নি। অভিনেত্রীর কথায়, 'ওটিটি আসায় অভিনেতারা এখন বেশি করে তাঁꦆদের ট্যালেন্ট দেখাতে পারছেন। আমরা শেষ জেনারেশন যেখানে তারকা আছে। ওটিটির যুগে নতুন করে কোনও তারকা তৈরি হচ্ছে না। আমরা পরিচিত মুখ, আর ঈশ্বরের কৃপায় আমাদের চাহিদাও আছে। তাই এমন কোনও ব্যাপার নেই। আমি শিল্পের জগতের পাশাপাশি এখন বাস্তব জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই।'
আরও পড়ুন: 'গান গ💃েয়ে মনোরঞ্꧑জন হয়, ভোটে...' প্রচারের ফাঁকে দীপ্সিতার কণ্ঠে রূপমের গান, কটাক্ষ করে কী বলছে নেটপাড়া?
কঙ্গনার আগামী প্রজেক্ট
কঙ্গনা রানাওয়াতকে আগামীতে এমারজেন্স🐻ি ছবিতে দেখা যাবে। সেখানে তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বেশে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা, প্রযোজনা সব করেছেন কঙ্গনা রানাওয়াত নিজেই।