অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর সঙ্গে দেখা করার পরে পরিচালক এবং অভিনেতারা, যাঁদের সম্পর্কে তিনি জনসমক্ষে মন্তব্য করেন, তাঁরা কীভাবে প্রতিক্রিয়া জানায় সে সম্পর্কে নানা কথা বলেছেন। একটি ইউটিউব চ্যানেলে সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা, অভিনেতা সলমন খান, অকꦯ্ষয় কুমার এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কেমন সেই বিষয় নিয়ে কথা বলেছেন।
তাঁদের ছবি যেমন 'বজরঙ্গি ভাইজান' এবং 'সিং ইজ ব্লিং' (২০১৫), 'সুলত𒊎ান' (২০১৬), এবং '𓄧সঞ্জু'-এর অফার প্রত্যাখ্যান করেছিলেন। কেন তাঁদের সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি? এ প্রশ্নের উত্তরে কঙ্গনা জানান, তিনি ওঁদের সঙ্গে কাজ না করতে চাইলেও, ওঁদের বিরুদ্ধে অভিনেত্রীর কোনও ক্ষোভ নেই।
এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, 'মানুষ আমার প্রতি খুব সদয়। কারণ আমি মনে করি তাঁরা আমাকে চিনতে পেরেছে যে, কঙ্গনা তাঁর সামান্য লাভের জন্য কথা বলছে না। উদাহরণ স্বরূপ বলতে পারি, যখন সলমন আমাকে 'বজরঙ্গি ভাইজান' করতে বলেছিলেন। আমি ওঁকে বলি, আপনি আমাকে কী ধরনের চরিত্রের জন্য অফার করছেন? তারপর তিনি আমাকে 'সুলꦫতান'-এর জন্যও ডেকেছিলেন, তখন বলেছিলেন, ‘আর কী ভালো রোল চান।’ এমনকী রণবীর নিজে আমার বাড়ি এসে আমাকে বলেন, ‘সঞ্জু’তে একটা রোল কর।' কিন্তু আমি করিনি...'
আরও পড়ুন: ভাই🥂য়ের বিয়েতে প্রিয়া♏ঙ্কা যে নেকলেস ও ব্রেসলেট পরেছিলেন জানেন তার দাম? শুনলে মাথা ঘুরে যাবে
অক্ষয়ের সঙ্গে কাজ প্রসঙ্গেও তিনি বলেন, 'অক্ষয় কুমার, যখন 'সিং ইজ ব্লিং' করেছিলেন, তখন তিনি আমাকে ডেকেছিলেন। বলেছিলেন, 'তুমি শুধু আমার সঙ্গে কাজ করতে চাও না। আমার সঙ্গে কাজ করার কোনও সমস্যা রয়েছে? তখন আমি ওঁকে বলি, 'স্যার, সত্যি আমার কোনও সমস্যা নেই আপনার সঙ্গে কাজ করতꩵে।' তখন তিনি জানতে চান, 'আমার সঙ্গে এতগুলো ছবির অফার তুমি প্রত্যাখ্যান করলে?' আমি বলি, 'স্যার, সত্যি বলতে কোনও সমস্যা নেই' এখনও যখন আমার সঙ্গে ওঁর দেখা হয়, তিনি আমার সঙ্গে কথা বলেন। এর থেকেই বোঝা যায় তাঁর মনে আমার জন্য কোনও ক্ষোভ নেই। দেখা হলেই তিনি আমার সঙ্গে প্রচুর কথা বলতে থাকেন।'
যে ছবিগুলো কঙ্গনা প্রত্যাখ্যান করেছিলেন
কবির খান পরিচালিত একটি কমেডি-ড্রামা 'বজরঙ্গি ভাইজান'-এর অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন নায়িকা। তারপর সেখানে সলমনের বিপরীতে কারিনা কাপুরকে দেখা যায়। তাছাড়াও এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং হারশালি মালহোত্রা অভিনয় করেছিলেন। আল🦄ী আব্বাস জাফর পরিচালিত স্পোটস ড্রামা ‘সুলতান’, এখানে সলমন খান, অনুষ্কা শর্মা, সাধ এবং রণদীপ হুডা অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: 'শাহরুখ খান আমার বেঞ্চমার্ক…' অভিনেতাকে কীস🧔ের মাপকাঠি বানালেন উরফি জাভেদ?
রণবীর কাপুর, পরেশ রাওয়াল, ভিকি কৌশল, মনীষা কৈরালা, অনুষ্কা শর্মা, দিয়া মির্জা এবং জিম সার্ভ রাজকুমার হিরানি পরিচালিত বায়োপিক 'সঞ্জু'তে অভিনয় করেছিলেন। প্রভু দেবা পরিচালিত 'সিং ইজ ব্লিং'-এ অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, অ্যামি জ⛦্যাকসন, লারা দত্ত এবং কে কে মেনন।